পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Two Russian Death Case: জোড়া মৃত্যুর তদন্তে রায়গড়ের হোটেলে পৌঁছল ক্রাইম ব্রাঞ্চ - ওডিশা

ওডিশার (Odisha) রায়গড়ের (Rayagada) হোটেলে পরপর দুই রুশ পর্যটকের মৃত্যুর (Two Russian Death Case) তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Odisha Police Crime Branch) ৷ শুক্রবার ঘটনাস্থলে এলেন তদন্তকারীরা ৷

Odisha Police Crime Branch arrived in Rayagada hotel to investigate Two Russian Death Case
তদন্তে ক্রাইম ব্রাঞ্চ ৷

By

Published : Dec 30, 2022, 8:02 PM IST

রায়গড়, 30 ডিসেম্বর: দুই রুশ পর্যটকের মৃত্যুর (Two Russian Death Case) তদন্তে নেমে শুক্রবার সংশ্লিষ্ট হোটেলে পৌঁছে গেলেন তদন্তকারীরা ৷ সম্প্রতি ওডিশার (Odisha) রায়গড়ের (Rayagada) একটি হোটেলে পরপর মৃত্যু হয় রাশিয়ার দুই নাগরিকের ৷ সেই ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Odisha Police Crime Branch) ৷ সেই কাজেই এদিন ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা ৷ সঙ্গে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরাও ৷ ডিএসপি সরোজকান্ত মহন্তর নেতৃত্বে ঘটনাস্থল সরেজমিনে দেখেন তাঁরা ৷ পুলিশের ফোটোগ্রাফাররা ঘটনাস্থলের নতুন করে ছবিও তোলেন এদিন ৷

মৃতদের মধ্যে একজন হলেন পাভেল আন্তভ (Pavel Antov) ৷ তিনি রাশিয়ার একজন হেভিওয়েট ব্যক্তি ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসাবে যথেষ্ট বিখ্যাত ছিলেন তিনি ৷ দিন কয়েক আগে রায়গড়ের এই হোটেল থেকেই উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ ৷ সূত্রের দাবি, তিনি হোটেলের ছাদ থেকে নীচে পড়ে গিয়েছিলেন ৷ কিন্তু, কেন এবং কীভাবে এই ঘটনা ঘটল, সেটা এখনও পর্যন্ত অন্তত স্পষ্ট নয় ৷ তাছাড়া, এই ঘটনার দিন কয়েক আগেই পাভেল আন্তভের সফরসঙ্গী ভ্লাদিমির বাইদেনভেরও মৃত্যু হয় ৷ তাঁর দেহ উদ্ধার করা হয় হোটেলেরই একটি ঘরের মেঝে থেকে ৷

আরও পড়ুন:অভ্যন্তরীণ আঘাতেই মৃত্যু পুতিনের সমালোচকের, দাবি ময়নাতদন্তের রিপোর্টে

ইতিমধ্যেই মৃতদের দেহের ময়নাতদন্ত করা হয়েছে ৷ তার রিপোর্ট বলছে, পাভেলের মৃত্যু হয়েছে শরীরের ভিতরে লাগা আঘাতের জন্য ৷ অন্যদিকে, তাঁর সঙ্গে বেড়াতে আসা ভ্লাদিমির মারা গিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে ৷ কিন্তু, ভারতে বেড়াতে এসে এভাবে তাঁদের প্রয়াণ নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অনেকেই এর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন ৷ তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে ৷

পাভেল এবং ভ্লাদিমিরের সঙ্গেই ভারতে বেড়াতে এসেছিলেন আরও দুই রুশ নাগরিক ৷ ইতিমধ্য়েই তাঁদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা ৷ তাঁদের বক্তব্য, তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন ওই দুই বিদেশি পর্যটক ৷ এই দু'জন হলেন প্যানসাসেনকো নাতিলিয়া এবং তুরোভ মিখাইল ৷ প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার ওড়িশা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, শীঘ্রই ঘটনাস্থলে যাবেন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা ৷

এই রুশ পর্যটক দলটির সঙ্গে একজন অনুবাদক রয়েছেন ৷ তাঁর নাম জিতেন্দ্র সিং ৷ তাঁর সঙ্গেও কথা বলছেন গোয়েন্দারা ৷ দুই পর্যটকের মৃত্যুর আগে পর্যন্ত এই দলের সদস্যরা কোথায় কোথায় গিয়েছিলেন, তাঁদের সঙ্গে কী কী ঘটনা ঘটেছিল, সেসবই খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি সূত্রের ৷ যে পর্যটন সংস্থার মাধ্যমে এই রুশ নাগরিকরা তাঁদের হোটেল, টিকিট প্রভৃতি 'বুক' করেছিলেন, সেই সংস্থার সঙ্গেও যোগযোগ করছেন তদন্তকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details