পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Parents Performed Last Rites of Living Daughter: বাড়ির অমতে বিয়ে, জীবিত মেয়ের শ্রাদ্ধ করে লোক খাওয়ালেন বাবা-মা - জীবিত মেয়ের শ্রাদ্ধ

একবার বাড়ি ফিরিয়ে দিয়েছিল পুলিশ ৷ কিন্তু তারপরও কথা শোনেনি মেয়ে ৷ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে গ্রামের একটি মন্দিরে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে সে ৷ তাতেই রাগ বাবা-মায়ের ৷ এমনকী তার জন্য মেয়েকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধ পর্যন্ত করলেন তাঁরা ৷

Etv Bharat
বিয়ের প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 10:18 AM IST

Updated : Sep 8, 2023, 10:32 AM IST

কেন্দ্রাপাড়া (ওড়িশা), 8 সেপ্টেম্বর: পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করেছে মেয়ে ৷ সেই কারণে বাবা ও মা-সহ পরিবারের সদস্যরা জীবিত মেয়েকে মৃত ঘোষণা করে বৃহস্পতিবার তাঁর শ্রাদ্ধ করলেন ৷ কেন্দ্রাপাড়ার আউল থানার অন্তর্গত ডেমাল গ্রামের মুনা মল্লিকের মেয়ে বছর কুড়ির দীপাঞ্জলি মল্লিক ৷ গত 28 অগস্ট একটি মন্দিরে তাঁর প্রেমিক বছর তেইশের রাজেন্দ্র মল্লিককে বিয়ে করেন ৷

এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে বাবা-মা ক্ষুব্ধ হয়ে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাকে 'মৃত' ঘোষণা করে চরম পদক্ষেপ নেন ৷ দীপাঞ্জলির বাবা মুনা মল্লিক বলেন, "আমাদের মেয়ে রাজেন্দ্রর সঙ্গে পালিয়ে গিয়েছিল ৷ আমরা ছেলেটির বিরুদ্ধে আউল থানায় এফআইয়ার দায়ের করেছিলাম ৷ পুলিশ খুঁজে আমাদের মেয়েকে ফিরিয়ে দিয়েছিল ৷ কিন্তু দীপাঞ্জলি তারপরও আমাদের অমতে গ্রামের মন্দিরে রাজেন্দ্রকে বিয়ে করে ৷ এই ঘটনায় আমরা খুব আঘাত পেয়েছি ৷ এটা আমাদের মর্যাদাকে কলঙ্কিত করেছে ৷ তাই আমরা ওর শেষকৃত্য করেছি ৷ সমস্ত দিক থেকে সে আমাদের কাছে মৃত ৷"

তিনি আরও বলেন," ও আমাদের পুরো পরিবারকে লজ্জায় ফেলে দিয়েছে ৷ আমরা ওর শ্রাদ্ধশান্তির কাজ করছি, লোক খাওয়াচ্ছি যাতে প্রকাশ্যে সবাই জানতে পারে আমাদের কাছে মেয়ে মৃত ৷ আমাদের স্বপ্ন ছিল উপযুক্ত ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করা ৷ কিন্তু সেকথা না ভেবে আমাদের সম্মতি ছাড়াই বিয়ে করেছে সে ৷"

এই বিষয়ে দীপাঞ্জলির বক্তব্য,"আমি বিবাহযোগ্য বয়সে পৌঁছেছি ৷ আমার সিদ্ধান্ত সঠিক ৷" অন্যদিকে, পুত্রবধূর আগমনে খুশি রাজেন্দ্রর বাবা-মা ৷ রাজেন্দ্রর বাবা অনন্ত মল্লিকের কথায়,"আমার ছেলে কোনও অন্যায় করেনি ৷ আমরা সানন্দে দীপাঞ্জলিকে আমাদের পুত্রবধূ হিসেবে মেনে নিলাম ৷" কেন্দ্রাপাড়ার মানবাধিকার কর্মী অমরবারা বিসওয়াল বলেন,"বর-কনে দুজনেই প্রাপ্তবয়স্ক ৷ 18 বছর বয়সের পর একটি মেয়ে তাঁর পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালালে তাতে দোষের কিছু নেই ৷ উলটে মেয়েটির শেষকৃত্য করার অধিকার পরিবারের সদস্যদের নেই ৷ এভাবে তাঁরা মেয়েটির অবমাননা করে মানবাধিকার লঙ্ঘন করেছেন ৷"

আরও পড়ুন : শিবের মতো বর চেয়েছিলেন, শিবলিঙ্গকেই বিয়ে করলেন ঝাঁসির যুবতী

Last Updated : Sep 8, 2023, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details