ভুবনেশ্বর, 19 জুলাই: ইলেকট্রিক অটো চালাতেন ভুবনেশ্বরের শ্রীকান্ত পাত্র ৷ কিন্তু চার্জিং নিয়ে নানা ঝক্কি পোহাতে হত তাঁকে ৷ এরপর ইউ টিউব দেখে মাথায় নতুন ভাবনা আসে তাঁর ৷ নিজের অটোকে সৌরচালিত গাড়িতে রূপান্তরিত করেন তিনি ৷ এর ফলে তাঁর গাড়ি পরিবেশবান্ধবও হয়েছে, এবং শ্রীকান্তের রোজগারও আগের থেকে বেড়েছে ৷
অভাব অনটনের সংসার ৷ অটো চালিয়েই হয় দিন গুজরান ৷ তবে ইলেকট্রিক অটো চালানোর ক্ষেত্রে তাঁকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল ৷ এরপর ইউ টিউব দেখে নতুন কিছু করার ভাবনা তাঁর মাথায় আসে ৷
সংবাদসংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় 35 বছরের শ্রীকান্ত বলেন, "আমি গত 15 বছর ধরে একটি অটোরিকশা চালাচ্ছি । আগে, আমি প্রচুর খরচ করতাম এবং ডিজেল ইঞ্জিন দিয়ে প্রতিদিন 300-400 টাকা আয় করতাম । দারিদ্র্যের মধ্যেই দিন কাটছিল ৷ খুব কষ্ট করে সংসার চালাতাম ৷ এমনকী আমার বাচ্চাদের জন্য টিউশন ফি-ও জোগাড় করতে পারছিলাম না ।"
তিনি প্রায় দেড় বছর আগে একটি ইলেকট্রিক অটো কিনে শহরের রাস্তায় চালাতে শুরু করেন বলে জানিয়েছেন শ্রীকান্ত পাত্র ৷ কিন্তু ব্যাটারি কমে যাওয়া ও চার্জিং-এর সমস্যার কারণে তাঁর কাজে ব্যাঘাত ঘটছিল ৷ তাঁর কথায়, "দিনের বেলা ঠিকমতো রাস্তায় অটোই চালাতে পারতাম না ৷ টাকাও আসত না ৷"