ভুবনেশ্বর, 24 ডিসেম্বর:প্রভাবশালী ব্যক্তিদের অন্তরঙ্গ ভিডিয়ো প্রকাশ করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতেন মহিলা ৷ তাঁর বিরুদ্ধে 501 পৃষ্ঠার চার্জশিট জমা দিল ওড়িশা পুলিশ ৷ হানি ট্র্যাপিং মামলায় অভিযুক্ত ওই মহিলার নাম অর্চনা নাগ (Odisha lady blackmailer Police file 501 page charge sheet in Archana Nag case) ৷
সিনেমা প্রযোজক অক্ষয় পারিজা অর্চনার বিরুদ্ধে নয়াপল্লি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ৷ তবে অর্চনাকে গ্রেফতার করা হয়েছিল শ্রদ্ধাঞ্জলী বেহরার অভিযোগের ভিত্তিতে ৷ এদিকে অক্ষয় পারিজা অর্চনা নাগ ও শ্রদ্ধাঞ্জলী বেহরা- দু'জনের বিরুদ্ধে তাঁর কাছ থেকে 3 কোটি টাকা ব্ল্যাকমেলের অভিযোগ তুলেছে ৷ তদন্তে নামে পুলিশ ৷ অর্চনা নাগের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং আইটি আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে ৷
এর আগে অর্চনার কাছ থেকে 30 কোটি টাকা মূল্যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ তিনি ফিল্ম দুনিয়া, রাজনৈতিক নেতাদের মতো প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল টাকা আদায় করতেন বলে জানা গিয়েছে ৷ আর এই বেআইনি কাজে তাঁকে সাহায্য করত স্বামী ৷ রিপোর্ট বলছে, এই চক্রে ব়্যাকেটে কমকরে 15 জন মহিলা জড়িত। বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা থেকে শুরু করে ধনী ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করতেন এই মহিলারা ৷ এঁদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো থেকে শুরু করে ছবি প্রকাশ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হত এবং তার বদলে টাকা আদায়ের কারবার চলত ৷