ভুবনেশ্বর, 3 নভেম্বর:ওড়িশার মহিলা ব্ল্যাকমেইলার (Odisha lady blackmailer) তথা হানিট্র্যাপার অর্চনা নাগের (Lady blackmailer) বিরুদ্ধে তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED begins probe)৷ এই মামলায় ইতিমধ্যেই অর্চনা ও তাঁর স্বামী জগবন্ধু চাঁদকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁরা ছাড়াও আরও দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ৷ বুধবার একটি সূত্র জানিয়েছে যে, অর্চনার সঙ্গে যাঁদের সম্পর্ক রয়েছে, তাঁদের নোটিশ দেওয়া হবে । সব অভিযুক্তের ব্যাঙ্ক স্টেটমেন্টও যাচাই করা হবে ।
কমিশনারেটের পুলিশ সম্প্রতি অর্চনার বিরুদ্ধে দুটি মামলা করেছে ৷ হানিট্র্যাপের মাধ্যমে অর্চনা রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং চলচ্চিত্র প্রযোজক-সহ রাজ্যের ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করতেন বলে অভিযোগ উঠেছে । জানা গিয়েছে, প্রথমে তিনি ফেসবুকে তাঁদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন (Honey-trapping case)৷ তিনি দাবি করতেন, তিনি নিজে একজন আইনজীবী ও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ৷ এরপর বন্ধুত্ব বাড়িয়ে অর্চনা তাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার প্রলোভন দেখাতেন বলে অভিযোগ ৷ আর লুকনো ক্যামেরায় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো রেকর্ড করে সেটা দেখিয়ে ব্ল্যাকমেইল করা হত বলে অভিযোগ ৷ সেই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করা হত মোটা অঙ্কের টাকা ৷