ভুবনেশ্বর, 29 জানুয়ারি:শেষরক্ষা হল না ৷ চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও মৃত্যু হল ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব দাসের ৷ রবিবারই গুলিবিদ্ধ হন তিনি ৷ সন্ধেয় ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি (Naba Das passes away) ৷ এদিন সকালে ওড়িশার ঝাড়সুগুড়া জেলার ব্রজরাজনাগরের কাছে গুলিবিদ্ধ হন তিনি ৷ এএসআই পদস্থ এক পুলিশ কর্মী তাঁকে লক্ষ্য করে গুলি চালান ৷ বুকে গুলি লাগে নব দাসের ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ৷
মন্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঝাড়সুগুড়া থেকে এয়ারলিফ্ট করে ভুবনেশ্বরে নিয়ে আসা হয় ৷ ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালে ৷ এদিন সন্ধ্যায় সেখানেই মারা যান তিনি ৷ হাসপাতালের তরফে জানানো হয়েছে, নব দাসের বুকের বাঁ-দিকে গুলি লেগেছিল ৷ চিকিৎসক দেবাশিস নায়েকের নেতৃত্বে একটি মেডিক্যাল টিম গঠন করে তাঁর চিকিৎসা শুরু হয় ৷ গুলিটি তাঁর বুকের ভিতরে ঢুকে হৃদপিণ্ড ও ফুসফুসকে ক্ষতিগ্রস্থ করে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ৷ এর জেরে আভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় মন্ত্রীর শরীরে (Odisha Minister died) ৷