ভুবনেশ্বর, 10 মে :লকডাউনে অভিনব উদ্যোগ ওড়িশা সরকারের ৷ লকডাউনের মধ্যে পথকুকুর ও অন্যান্য পশুরা যাতে যথাযথ খাবার পায় সেজন্য নবীন পট্টনায়েকের তরফ থেকে 60 লাখ টাকা মঞ্জুর করা হয়েছে ৷ এমনটাই জানিয়েছে ওড়িশার পাবলিক ইনফরমেশন দফতর ৷ বিভিন্ন ছোট বড় এলাকায় রাস্তার পশুদের খাওয়ানো হবে ওই টাকায় ৷ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই কাজ করা হবে ৷
গোটা দেশজুড়ে ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমণ ৷ আর এই সংক্রমণ রুখতে এখনও পর্যন্ত বেশ কিছু রাজ্য লকডাউন ঘোষণা করেছে ৷ তার মধ্যে ওড়িশাও আছে ৷ ওড়িশার 5 মেট্রোপলিটন কর্পোরেশন, 48 পুরসভা এবং আরও 61টি এলাকায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে ৷ আর এই লকডাউন চলাকালীন রাস্তার বিভিন্ন প্রাণীরা যাতে অভুক্ত হয়ে না থাকে , তার জন্যই এই ব্যবস্থা ৷