ভুবনেশ্বর, 27 মে : যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত 128টি গ্রামের গ্রামবাসীদের আগামী 7 দিনের ত্রাণ দেবে ওড়িশা সরকার ৷ বুধবার এমনটাই ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷
ঘূর্ণিঝড় যশের জেরে ওড়িশার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ বহু রাস্তার ক্ষতি হয়েছে ৷ বিদ্যুৎ সংযোগ নেই বহু এলাকার ৷ এই অবস্থায় সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতি এবং 80 শতাংশ এলাকায় বিদ্যুৎ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী ৷ এই কাজ আগামী 24 ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ হবে বলে জানান তিনি ৷ উপকূলবর্তী বাসিন্দাদের ঝড়ের আগেই অনত্র সরাতে পেরেছে সরকার, এই কাজের জন্য পঞ্চায়েত প্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন সংস্থা যারা এই কাজে সাহায্য করেছে সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী ৷ একই সঙ্গে তিনি ধন্যবাদ জানান সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের, যাঁরা ঝড়ের সময় দুর্গত জেলাগুলিতে নিরন্তর কাজ করে গিয়েছেন ৷