ভুবনেশ্বর, 24 সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা শোনা গেল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের গলায় ৷ যা নিয়ে নতুন করে লোকসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা চরমে উঠেছে ৷ রবিবার এক অনুষ্ঠানে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন নবীন পট্টনায়েক ৷ একই সঙ্গে, যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মোদি, সেই পদক্ষেপেরও প্রশংসা শোনা গিয়েছে বিজেডি সভাপতির গলায় ৷
এদিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম আয়োজিত ওড়িশা সাহিত্য উৎসবে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করছিলেন নবীন পট্টনায়েক। আর সেখানেই এক প্রশ্নের জবাবে পট্টনায়েক, মোদি সরকারের মূল্যায়ন করতে গিয়ে 10 এর মধ্যে 8 রেটিং দিয়েছেন ৷ একই সঙ্গে, কেন্দ্রের নয়া বিদেশ নীতি এবং দুর্নীতি নির্মূলের দিকে যেভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার, তারও এদিন প্রশংসা করেন উৎকল রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন নবীন পট্টনায়েক বলেন, "আমি মোদি সরকারকে 10-এর মধ্যে 8 মূল্যায়ন দেব, কারণ মূলত সরকারের বিদেশী নীতির জন্য ৷ এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে এই (বিজেপি) সরকারের আমলে দুর্নীতি অনেক কম হয়েছে ৷" মহিলা সংরক্ষণ বিল নিয়ে এক প্রশ্নের উত্তরে পট্টনায়েক বলেন, "আমি মনে করি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমার দল সর্বদা মহিলাদের ক্ষমতায়নকে সমর্থন করেছে। আমার বাবা (প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক) মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষিত করেছিলেন। স্থানীয় নির্বাচনে আমি তা 50 শতাংশে উন্নীত করেছি।"