পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Patnaik Praises PM Modi: দুর্নীতি নির্মূল করতে বদ্ধপরিকর মোদি, প্রধানমন্ত্রীর প্রশংসা পট্টনায়েকের - ওড়িশার মুখ্যমন্ত্রী

Naveen Patnaik Lauds on Narendra Modi: এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম আয়োজিত ওড়িশা সাহিত্য উৎসবে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করছিলেন নবীন পট্টনায়েক। আর সেখানেই এক প্রশ্নের জবাবে পট্টনায়েক, মোদি সরকারের মূল্যায়ন করতে গিয়ে 10 এর মধ্যে 8 রেটিং দিয়েছেন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 10:07 PM IST

Updated : Sep 24, 2023, 10:59 PM IST

ভুবনেশ্বর, 24 সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা শোনা গেল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের গলায় ৷ যা নিয়ে নতুন করে লোকসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা চরমে উঠেছে ৷ রবিবার এক অনুষ্ঠানে প্রকাশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন নবীন পট্টনায়েক ৷ একই সঙ্গে, যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন মোদি, সেই পদক্ষেপেরও প্রশংসা শোনা গিয়েছে বিজেডি সভাপতির গলায় ৷

এদিন এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম আয়োজিত ওড়িশা সাহিত্য উৎসবে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করছিলেন নবীন পট্টনায়েক। আর সেখানেই এক প্রশ্নের জবাবে পট্টনায়েক, মোদি সরকারের মূল্যায়ন করতে গিয়ে 10 এর মধ্যে 8 রেটিং দিয়েছেন ৷ একই সঙ্গে, কেন্দ্রের নয়া বিদেশ নীতি এবং দুর্নীতি নির্মূলের দিকে যেভাবে কাজ করছে কেন্দ্রীয় সরকার, তারও এদিন প্রশংসা করেন উৎকল রাজ্যের মুখ্যমন্ত্রী।

এদিন নবীন পট্টনায়েক বলেন, "আমি মোদি সরকারকে 10-এর মধ্যে 8 মূল্যায়ন দেব, কারণ মূলত সরকারের বিদেশী নীতির জন্য ৷ এবং অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে এই (বিজেপি) সরকারের আমলে দুর্নীতি অনেক কম হয়েছে ৷" মহিলা সংরক্ষণ বিল নিয়ে এক প্রশ্নের উত্তরে পট্টনায়েক বলেন, "আমি মনে করি এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমার দল সর্বদা মহিলাদের ক্ষমতায়নকে সমর্থন করেছে। আমার বাবা (প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েক) মহিলাদের জন্য 33 শতাংশ আসন সংরক্ষিত করেছিলেন। স্থানীয় নির্বাচনে আমি তা 50 শতাংশে উন্নীত করেছি।"

পট্টনায়েক আরও জানান যে, তাঁর দল 2019 সালের নির্বাচনে ওড়িশার লোকসভা আসনের 33 শতাংশ আসনেই মহিলাদের প্রার্থী করেছিল। পাশাপাশি বিজেডি সভাপতিও এদিন 'এক দেশ, এক নির্বাচন' সমর্থন করে বলেন, "আমরা সর্বদা এই বিষয়কে স্বাগত জানিয়েছি ৷ আমরা এর জন্য প্রস্তুত।" কেন্দ্রের সঙ্গে নবীন পট্টনায়ক সরকারের সম্পর্ক সম্পর্কে জানতে চাইলে পট্টনায়েক বলেন, "কেন্দ্রের সঙ্গে আমাদের একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই, আমরা আমাদের রাজ্যের উন্নয়ন চাই এবং সেই উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব থাকা গুরুত্বপূর্ণ।"

আরও পড়ুন: ছত্তিশগড়-মধ্যপ্রদেশে জিতবই, তেলেঙ্গানায় সম্ভবত জিতছি, রাজস্থানে জয়ের খুব কাছাকাছি: রাহুল

পট্টনায়েকের মতে, রাজনীতি কোনওভাবেই কলুষিত হওয়া উচিৎ নয় ৷ কারণ হিসাবে তাঁর ব্যাখ্য়া, জনগণের সেবা করার জন্য এটি একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হতে পারে। তিনি বলেন, "ওড়িশা সরকার দারিদ্র্য দূরীকরণ এবং রাজ্যের সর্বাত্মক উন্নয়নের দিকে নিবেদিতভাবে কাজ করছে।"

Last Updated : Sep 24, 2023, 10:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details