পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ram Nath Kovind on OBC Bill : ওবিসি বিলে সম্মতি রাষ্ট্রপতির - কেন্দ্রীয় তালিকা

সংসদে পাশ হয়েছিল 11 অগস্ট ৷ অপেক্ষা ছিল দেশের রাষ্ট্রপতির সম্মতির ৷ 18 অগস্ট তিনিও সম্মতি জানালেন ৷ এবার রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চগুলি সামাজিক, অর্থনৈতিক ভাবে অনগ্রসর শ্রেণির তালিকা তৈরির ক্ষমতা পেল ৷

রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি

By

Published : Aug 20, 2021, 9:40 AM IST

Updated : Aug 20, 2021, 11:40 AM IST

নয়া দিল্লি, 20 অগস্ট : ওবিসি বিলে সাক্ষর করলেন দেশের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) ৷ 18 অগস্ট তিনি ‘কনস্টিটিউশন (105 অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট 2021’ (Constitution 105th Amendment Act, 2021)-বিলে সাক্ষর করেছেন ৷ এর ফলে রাজ্য নিজে সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে থাকা শ্রেণিদের (Socially and Economically Backward Classes, SEBCs) চিহ্নিত (identify) ও বিশেষ ভাবে উল্লেখ করার (specify) ক্ষমতা পাবে ৷

সংসদে এই বিলটি 11 অগস্ট (Parliament) পাশ হয় ৷ আইন মন্ত্রকের (Ministry of Law and Justice) প্রকাশিত গেজেটে (The Gazette of India) জানানো হয়েছে, এই অ্যাক্টে সংবিধানের ধারা 9-এর (Clause 9) অন্তর্গত 338বি অনুচ্ছেদ (article 338B) সংশোধিত হয়েছে ৷

আরও পড়ুন : Post Poll Violenece : ভোট পরবর্তী হিংসা মামলায় তৎপরতা, তদন্তে চারটি দল গঠন সিবিআইয়ের

সংবিধানের 342এ অনুচ্ছেদে (342A article) ‘সংবিধানে সামাজিক এবং শিক্ষার দিক দিয়ে অনগ্রসর শ্রেণিগুলি’-র (the socially and educationally backward classes which shall for the purposes of the constitution) পরিবর্তে ‘কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় তালিকায় সামাজিক এবং শিক্ষার দিক দিয়ে পিছিয়ে থাকা শ্রেণি’ (the socially and educationally backward classes in the Central List which shall for the purposes of the Central Government) শব্দগুলি ব্যবহার করা হবে ৷ আর ‘কেন্দ্রীয় তালিকা’র (Central list) অর্থ হল, কেন্দ্রীয় সরকারের জন্য, কেন্দ্রীয় সরকারের তৈরি করা ও রক্ষিত সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণির তালিকা যোগ করা হবে ৷

এই অ্যাক্ট অনুযায়ী, প্রত্যেক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, আইনানুযায়ী সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণির তালিকা তৈরি করবে, তার রক্ষণাবেক্ষণ করবে ৷ কিন্তু এটা পুরোপুরি কেন্দ্রীয় তালিকা থেকে ভিন্ন হবে ৷

সংবিধানের 366 অনুচ্ছেদে (366 article) 26সি (26C) ক্লজ-এর (clause) জন্য ‘সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণি’ মানে 342এ অনুচ্ছেদের (article 342A) আওতায় অনগ্রসর শ্রেণি ৷ সেটা প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রযোজ্য হবে ৷

Last Updated : Aug 20, 2021, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details