নয়াদিল্লি, 30 জুলাই: বিচারের পথ সামাজিক মুক্তির একটি অন্যতম উপায় ৷ শনিবার এমনটাই মন্তব্য করেছেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice of India NV Ramana) ৷ এদিন 'জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ' (National Legal Services Authority) বা এনএএলএসএ (NALSA)-এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সেখানেই নিজের ভাষণে প্রধান বিচারপতি বলেন, "সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্যেই আধুনিক ভারত গড়ে উঠেছিল ৷ আর গণতন্ত্র হল এমন একটি ব্যবস্থা, যা সামাজিক ক্ষেত্রে সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করে ৷"
এই প্রসঙ্গে প্রধান বিচারপতিকে বলতে শোনা যায়, "সামাজিক মুক্তি ছাড়া এই অংশগ্রহণ সম্ভব নয় ৷ এবং বিচারের পথ সামাজিক মুক্তির একটি অন্যতম উপায় ৷ পিরামিডের একেবারে নীচে থাকা মানুষটির কাছেও যাতে পৌঁছনো যায়, তা নিশ্চিত করতেই 1987 সালে আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন প্রণয়ন করা হয়েছিল ৷" এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রধান বিচারপতির গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর ৷ তাঁর কথায়, "মোট জনসংখ্য়ার মধ্য়ে খুব কম মানুষই বিচারব্যবস্থার সুফল পাওয়ার সুযোগ পান ৷ আজকের দিনে এটাই সত্যি ৷ অনেকেই নির্বাক হয়ে সহ্য করেন ৷ তাঁরা এই বিষয়ে সচেতন নন এবং তাঁদের সুবিচার পাওয়ার উপায়ও জানা নেই ৷"