লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ): ক্রমশ বাড়ছে বাঘের সংখ্যা । দুধওয়া টাইগার রিজার্ভের কিষাণপুর সেঞ্চুরিতে এক বাঘিনীকে দেখা গেল পাঁচটি শাবকের সঙ্গে । বৃহস্পতিবার ব্যাঘ্র শাবকদের ছবি সামনে আসতেই নিরাপত্তা বাড়িয়েছে টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ । এই বিষয়ে দুধওয়া টাইগার রিজার্ভের পরিচালক বি.প্রভাকর জানিয়েছেন, দিনরাত ক্যামেরার মাধ্যমে শাবককে পর্যবেক্ষণ করা হচ্ছে । মা বাঘ ও তার শাবকদের গতিবিধির ওপর 24 ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে । পাশাপাশি যাতে, মা বাঘ ও পাঁচ শাবক শান্তিতে ঘুরতে ফিরতে পারে, সেই কারণে ওই এলাকা থেকে পর্যটকদের দূরে রাখার ব্যবস্থা করেছে টাইগার রিজার্ভ আধিকারিকরা ।
একটা সময়ে দুধওয়া টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা কমে যাচ্ছে বলে চিন্তায় পড়েছিল বন দফতর । তবে সম্প্রতি 5টি শাবক-সহ যখন মা বাঘকে দেখা যেতেই হাসি ফুটেছে বন দফতরের আধিকারিকদের মুখে । দুধওয়ার ডেপুটি ডিরেক্টর রঙ্গারাজু বাঘের শাবকদের একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "সুন্দর টাইগার শাবক, দুধওয়া টাইগার রিজার্ভের বৈচিত্র্যময় পরিবেশ এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্রের প্রতিচ্ছবি তুলে ধরেছে ।"
ভিডিয়োটিতে পাঁচটি শাবককে আলাদাভাবে দেখা গিয়েছে । এক জায়গায় তিনটি এবং অন্য জায়গায় দুটি শাবক দেখা গিয়েছে । দুধওয়ার ডেপুটি ডিরেক্টর ডাঃ রঙ্গারাজু বলেছেন, "কিষাণপুরে শাবকদের সঙ্গে দেখা করা একটি আনন্দদায়ক অভিজ্ঞতা । এটি আমাদের সকলের জন্য একটি বড় খবরের চেয়ে কম কিছু নয় । আমাদের নেচার গাইড এবং বনকর্মীরা মা বাঘ এবং শাবকের অবস্থান সনাক্ত করেছেন । তাদের ভিডিয়ো করা হয়েছে, ছবিও তোলা হয়েছে । নতুন বাঘের শাবক আসায় রিজার্ভের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে । রিজার্ভের সকল কর্মীরা এই শাবকদের নিরাপদে রাখার দায়িত্ব নিয়েছেন । নিরাপত্তার কথা মাথায় রেখে কিষাণপুর সেঞ্চুরিতে পর্যটকদের আনাগোনা আপাতত বন্ধ রাখা হয়েছে ।"
উল্লেখযোগ্যভাবে, মাত্র কয়েকদিন আগে, ভারত-নেপাল সীমান্তের সমগ্রনগর রেঞ্জে একটি বাঘিনীকেও দুটি শাবকের সঙ্গে দেখা গিয়েছে । দুধওয়া টাইগার রিজার্ভের বাফার জোনের আধিকারিকরাও সেই দুটি শাবকের সুরক্ষার ব্যবস্থা করেছেন । তিন বছর আগে কিষাণপুর সেঞ্চুরিতে তিনটি ব্যাঘ্র শাবকের দেখা মিললেও হঠাৎ নিখোঁজ হয়ে যায় তারা । এরপর শাবকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল । এই বিষয়ে দুধওয়ার ডেপুটি ডিরেক্টর ডাঃ রাঙ্গারাজু বলেন, "ক্যামেরা ট্র্যাপ বসিয়ে এই শাবকদের মনিটরিং করা হচ্ছে প্রতিদিন । এলাকার বিভিন্ন প্রান্তে ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে । মা বাঘ ও তার পাঁচ শাবকদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত থাকতেই সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দুধওয়া টাইগার রিজার্ভের তরফ থেকে ।"
আরও পড়ুন: সোনার প্রলেপ দেওয়া 110 কেজির রুপোর হনুমান মূর্তি, নিত্যপুজো হয় ব্যবসায়ীর বাড়িতে