কলকাতা, 11 নভেম্বর : 15 নভেম্বর থেকে শহরে বাড়ছে মেট্রোর সংখ্যা । কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে 6টি বাড়তি মেট্রো চালানো হবে । অর্থাৎ 266টির পরিবর্তে সারাদিনে চলবে 272টি মেট্রো (136 আপ ও 136 ডাউন) । দিনের ব্যস্ত সময়ে 5 মিনিটের ব্যবধানে চলবে দুটি ট্রেন । এই পরিষেবা মিলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত । 272টির মধ্যে 173টি (86 আপ ও 87 ডাউন) মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ।
আরও পড়ুন : তদন্ত শেষ না হলে ক্ষতিপূরণ নয়, ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্ট
16 নভেম্বর থেকে রাজ্যে খুলছে সরকারি ও বেসরকারি স্কুল । তার আগের দিন থেকেই বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা । মেট্রোর পরিষেবা বাড়ানোর ফলে স্কুলে যাতায়াতে অনেকটাই সুবিধা হবে ছাত্র-ছাত্রী ও শিক্ষাকর্মীদের ।
দিনের প্ৰথম পরিষেবা :
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টায় ।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টায় ।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টায় ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টায় ।
দিনের শেষ পরিষেবা :
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 18 মিনিটে।
দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ ট্রেন ছাড়বে রাত 9টা 30 মিনিটে।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 30 মিনিটে।
আরও পড়ুন : School Re-opening case : পরিকল্পনা ছাড়াই রাজ্যে স্কুল চালুর অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
শনিবার ট্রেনের সূচি :
আগামী 20 নভেম্বর অর্থাৎ শনিবার থেকে সকাল 7টা থেকে রাত সাড়ে 10 টা পর্যন্ত চালানো হবে 220টি মেট্রো । তার মধ্যে 157টি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে । দিনের ব্যস্ত সময়ে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে 7 মিনিট ।
শনিবার প্রথম পরিষেবা :
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টার সময়।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টার সময়।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল 7টার সময়।
দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল 7টার সময়।
শনিবারের শেষ মেট্রো পরিষেবা :
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 18 মিনিটে ।
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 30 মিনিটে ৷
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত 9টা 30 মিনিটে ।