পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Melting Glaciers in Himalayas: হিমবাহ গলে অসংখ্য হ্রদ হিমালয়ের কোলে, বাড়ছে বিপর্যয়ের আশংকা - হিমালয়ে বন্যা পরিস্থিতি

দ্রুত গলছে হিমালয়ের হিমবাহ ৷ আর তাই সুতলেজ, চেনাব ও বিয়াস অববাহিকায় বাড়ছে হ্রদের সংখ্যা ৷ বিশেষত, সুতলেজ অববাহিকায় সেই হ্রদের সংখ্যা দ্রুত হারে বাড়ছে ৷ ফলে কেদারনাথের থেকেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার আশংকা করা হচ্ছে ৷

Melting Glaciers in Himalayas ETV BHARAT
Melting Glaciers in Himalayas

By

Published : May 3, 2023, 8:55 PM IST

শিমলা, 3 মে: জলবায়ু পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে ক্রমশ হ্রদের সংখ্যা বাড়ছে হিমালয় অঞ্চলে ৷ যা উদ্বেগ বাড়াচ্ছে পরিবেশবিদদের ৷ হিমালয়ে হিমবাহ গলে একাধিক ছোট ছোট হ্রদ তৈরি হয়েছে ৷ আর যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবাচ্ছে, তা হল- সেই সব হদ্রগুলির জলস্তর বাড়তে শুরু করেছে ৷ এই পরস্থিতি চালু থাকলে, হিমালয় পাদদেশের গ্রামগুলি প্লাবিত হওয়ার আশংকা করছে পরিবেশবিদরা ৷ জানা গিয়েছে, সুতলেজ অববাহিকায় এমন হ্রদের সংখ্যা বর্তমানে 995টি ৷

2013 সালে হিমবাহ ভেঙে বিপর্যয় নেমেছিল কেদারনাথে ৷ আশংকা করা হচ্ছে আগামিদিনে এই হ্রদগুলি ভরে গেলে সেই রকমই পরিস্থিতি তৈরি হবে হিমালয় সংলগ্ন অঞ্চলগুলিতে ৷ 2019 সালে চন্দ্র, ভাগা এবং মিয়ার উপ-অববাহিকার চেনাব উপত্যকায় মোট 242টি হ্রদ ছিল ৷ যার মধ্যে চন্দ্র উপ-অববাহিকায় 52টি, ভাগাতে 84টি এবং মিয়ার অববাহিকায় 139টি হ্রদ ছিল ৷ কিন্তু, সেখানেও হিমবাহ গলে যাওয়ার কারণে হ্রদের সংখ্যা বেড়েছে ৷

হিমালয়ের বিয়াস উপত্যকায় আপার বিয়াস, জিভা এবং পার্বতি অববাহিকা রয়েছে ৷ সেখানে 2019 সালে 93টি হ্রদের হদিশ পাওয়া গিয়েছে ৷ যা 2018 সালের তুলনায় 43 শতাংশ বেশি বলে জানা গিয়েছে ৷ বর্তমানে সেই সংখ্যা আরও বেড়েছে বলেই অনুমান বিশেষজ্ঞদের ৷ পরিবেশগতভাবে হিমালয় খুবই দুর্গম অঞ্চল ৷ আর সেখানে সুতলেজ অববাহিকায় 10 হেক্টরের বেশি এলাকা জুড়ে হ্রদ তৈরি হয়েছে ৷ যা ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক ৷ আর গত 5 বছরে এই হ্রদের সংখ্যা বিভিন্ন উপ-অববাহিকায় 62-49টি করে বাড়ছে ৷

আরও পড়ুন:হিমবাহ ভেঙে ক্ষতিগ্রস্ত কেদারনাথ যাওয়ার রাস্তা, ধামে যাত্রার প্রস্তুতি ব্যহত

হিমকাস্টের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এস এস রান্ধাওয়া জানিয়েছেন, সুতলেজ অববাহিকায় হ্রদের সংখ্যা বেড়ে 995 হয়েছে ৷ আর এর অন্যতম কারণ, পরিবেশ দূষণের কারণে হিমালয়ের তাপমাত্রা বাড়ছে ৷ ফলে হিমবাহগুলি দ্রুত গলছে ৷ যা আগামিদিনে বিপদের ইঙ্গিত করছে বলে জানিয়েছেন তিনি ৷ তবে, 2019 সালের পর থেকে হিমালয় অঞ্চলে তুষারপাতের পরিমাণ বেড়েছে ৷ ফলে হিমবাহ গলার পরিমাণ অনেকটাই কমেছে ৷ ফলে সুতলেজ, চেনাব, বিয়াস এবং রবি অববাহিকার হিমবাহগুলিতে বরফের আস্তরণ অনেকটাই বেড়েছে ৷ যার হার প্রায় 26 শতাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details