নুহ (হরিয়ানা), 2 অগস্ট: বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) মিছিলকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ জেলা ৷ এখনও পর্যন্ত এই হিংসার ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের প্রতিবাদে বুধবার মানেসারে পঞ্চায়েত ডেকেছে হিন্দু সংগঠনগুলি । এর পাশাপাশি পানিপথে বনধের ডাক দিয়েছে ভিএইচপি । হিংসার ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ । ঘটনায় জড়িত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে বলে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার জানিয়েছেন ৷
তিনি বলেন, "নুহতে হিংসার ঘটনায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে 2 জন হোমগার্ড এবং 4 জন সাধারণ নাগরিক ছিল । এছাড়াও অনেকে ঘটনায় আহত হয়েছে ৷ তাঁদেরকে নলহার ও আশেপাশের হাসপাতালে ভরতি করা হয়েছে । হিংসা নিয়ন্ত্রণে হরিয়ানা পুলিশের 30টি ইউনিট এবং কেন্দ্র থেকে 20 আধা সামরিক বাহিনী পাঠানো হয়েছে । এর মধ্যে 14টি ইউনিট নুহ, 3টি পালওয়াল, 2টি ফরিদাবাদ এবং একটি গুরুগ্রামে মোতায়েন করা হয়েছে ।"
116 জনকে গ্রেফতার করা হয়েছে
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার বলেন, "নুহ জেলায় হিংসার ঘটনার পিছনে যারা রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে । এখনও পর্যন্ত মোট 116 জনকে গ্রেফতার করা হয়েছে। কোনো অপরাধী বা ষড়যন্ত্রকারীকে রেহাই দেওয়া হবে না। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ যাতে হিংসার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতার করা যায় ৷" মনোহর লাল খাট্টার জানান, বর্তমানে নুহ ও আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে । নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। মুখ্যমন্ত্রী জনগণকে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখার অনুরোধ করেছেন ।
144 ধারা জারি ও ইন্টারনেট পরিষেবা বন্ধ
হিংসার ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে এখনও পর্যন্ত হরিয়ানার আটটি জেলায় 144 ধারা জারি করা হয়েছে ৷ জেলাগুলি হল নুহ, পালওয়াল, ফরিদাবাদ, রেওয়ারি, গুরুগ্রাম, মহেন্দ্রগড়, সোনপথ এবং পানিপথ । তবে গুরুগ্রাম বাদে মঙ্গলবার বেশিরভাগ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে বলে প্রশাসনের দাবি । তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও নুহ জেলায় ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে ।
আরও পড়ুন:নুহতে সংঘর্ষের পর জারি 144 ধারা, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ