নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর :আফগানিস্তানের (Afghanistan) পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র (Central Intelligence Agency) ডিরেক্টর উইলিয়াম বার্ন্সের (William Burns) সঙ্গে বৈঠক করলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval) ৷ পাশাপাশি, রুশ নিরাপত্তা উপদেষ্টা নিকোলাই পাত্রুশেভের (Nikolai Patrushev) সঙ্গেও কথা হয়েছে তাঁর ৷ প্রসঙ্গত, আফগানিস্তানের পটভূমি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলের ৷ ইতিমধ্যেই নয়া মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছে তালিবান ৷ তাতে কোনও মহিলার ঠাঁই হয়নি ৷ বরং জায়গা করে নিয়েছেন জঙ্গি তালিকায় নাম থাকা একাধিক ব্যক্তি ৷ আর তারপরই তৎপরতা শুরু হয়েছে অন্যান্য দেশের ৷ নিজেদের অবস্থান ও ভূমিকা স্থির করতেই পরস্পরের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে তারা ৷
আরও পড়ুন :Afghanistan : আফগানিস্তান নিয়ে চরমপন্থী সংগঠনগুলির মধ্যে প্রতিযোগিতা শুরু হতে পারে, মত বিশেষজ্ঞের
মঙ্গলবার (7 সেপ্টেম্বর) দিল্লিতে সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক করেন ডোভাল ৷ সূত্রের খবর, যেভাবে তালিবানের মন্ত্রিসভায় রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় নাম থাকা মহম্মদ হাসান আখুন্দকে (Mohammad Hasan Akhund) (কার্যনির্বাহী) প্রধানমন্ত্রী এবং হাক্কানি নেটওয়ার্কের মাথা সিরাজউদ্দিন হাক্কানিকে (Sirajuddin Haqqani) অভ্যন্তরীণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তাতে উদ্বিগ্ন ভারত ও আমেরিকা ৷ প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকাতেও নাম রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির ৷ এখন সেই তিনিই কি না আফগানিস্তানের মন্ত্রী ৷ অন্যদিকে, ভারত এখনও পর্যন্ত আফগানিস্তানের তালিবান শাসকদের প্রতি কোনও উদারতা দেখায়নি ৷ বরং তালিবানের পুনরুত্থানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বলতে শোনা গিয়েছে, সন্ত্রাস কখনও দীর্ঘস্থায়ী হয় না ৷ তাঁর নিশানায় যে তালিবানই ছিল, সেকথা বলাই বাহুল্য ৷ এই অবস্থায় ভারত ও আমেরিকার দুই শীর্ষ কর্তার বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷