তেলাঙ্গানা, 19 নভেম্বর: তেলাঙ্গানার 4 বিধায়ককে কেনাবেচার মামলায় (Case of Baiting TRS MLAs) এবার বিজেপি নেতাকে হাজিরার নোটিশ দিল বিশেষ তদন্তকারী দল (Notices to Telangana BJP leader BL Santosh) ৷ আগামী 21 নভেম্বর বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষকে হাজিরা দিতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে আরও 2 জনকে এই মামলার তদন্তের জন্য হাজিরা দিতে বলেছে সিট ৷ যদিও তেলাঙ্গানা বিজেপির তরফে দাবি করা হয়েছে, ওই ঘটনার সঙ্গে জড়িত নন বিএল সন্তোষ ৷ এনিয়ে সিটের নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছে বিজেপি ৷
প্রসঙ্গত, গত মাসের শেষের দিকে তেলাঙ্গানার মৈনাবাদে একটি খামার বাড়িতে টিআরএস-এর চার বিধায়ককে কেনার অভিযোগ ওঠে ৷ যে ঘটনার তদন্তে তেলাঙ্গানা সরকারের তদন্ত সিট গঠন করা হয় ৷ সেই ঘটনায় গতকাল রাতে বিশেষ তদন্তাকারী দল বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ৷ করিমনগরের এক আইনজীবী শ্রীনিবাস এবং তেলাঙ্গানার বিজেপি সভাপতির এক আত্মীয়কেও তলব করেছে সিট ৷ আগামী 21 নভেম্বর তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে ৷ জানা গিয়েছে, এই 3 জনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা ৷