পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India China Border Issue: কেউ সমর্থন না করলেও ভারত নিজের অবস্থানে অনড়, চিনের সঙ্গে সীমান্ত ইস্যুতে নয়াদিল্লির বার্তা

আমেরিকা বা কোনও দেশ কেউ সমর্থন না করলেও চিনের সঙ্গে সীমান্ত ইস্যুতে ভারত নিজের অবস্থানে অনড় থাকবে ৷ বৃহস্পতিবার এই বার্তা দিয়েছে বিদেশমন্ত্রক ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Apr 6, 2023, 11:05 PM IST

নয়াদিল্লি, 6 এপ্রিল: চিনের সঙ্গে অরুণাচল প্রদেশের সীমান্ত ইস্যুতে আমেরিকা ভারতকে সমর্থন করুক বা না করুক তাতে নয়াদিল্লির অবস্থান বদলাবেন না ৷ বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ৷

অরুণাচল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন প্রসঙ্গে এদিন প্রশ্ন করা হয় বিদেশমন্ত্রকের মুখপাত্রকে ৷ জবাবে বাগচি বলেন,"চিন চেষ্টা করেছে অরুণাচলের কিছু এলাকার নাম বদলে দিতে ৷ এই বিষয়ে ভারত ও চিনকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান সূত্রে পৌঁছতে হবে ৷ কেউ এই ইস্যুতে সমর্থন করলে ভালো ৷ কেউ সমর্থন না করলেও আমাদের অবস্থান বদলাবে না ৷"

উল্লেখ্য, অরুণাচলের 11টি জায়গার নাম পরিবর্তন করে সেগুলিকে একত্রে জ্যাঙ্গনান নামে দক্ষিণ তিব্বতের একটি অংশ বলে দাবি করছে ৷ চিনের এই উদ্যোগের ইতিমধ্যেই সমালোচনা করেছে জো বাইডেন প্রশাসন ৷ মঙ্গলবারই হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এভাবে ভারতে অন্তর্ভূক্ত এলাকাকে চিনের নিজের এলাকা বলে দাবি করার বিরোধিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র এও মনে করিয়ে দিয়েছেন যে, এই প্রথম এমন কাজ করল না চিন ৷ এর আগেও বেজিংয়ের এহেন কাজের সমালোচনা করেছে ভারত ৷ অরিন্দম বাগচির কথায়,"অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ চিন যতই নাম বদলানোর চেষ্টা করুক তাতে বাস্তব বদলে যাবে না ৷ আমি আবারও সেটা জোর দিয়ে মনে করাতে চাই ৷" তিনি আরও জানান, 2020 এর এপ্রিল থেকে সীমান্ত ইস্যুতে চিনের সঙ্গে ভারতের নতুন করে বিবাদ চলছে ৷ দুই দেশের সম্পর্ক ফের স্বাভাবিক করতে আগে শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন ৷ চুক্তিভঙ্গ করে সীমান্তে বিপুল সৈন্য মোতায়েন এই পরিস্থিতিতে কাম্য নয় ৷ কূটনৈতিক ও সামরিক সূত্রে আলোচনার মাধ্যমে ভারত যে এই বিবাদের সমাধানের চেষ্টা করছে এদিন তাও মনে করিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ৷

আরও পড়ুন: দ্বিধাহীন ভাবে কড়া সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদি, বললেন অমিত শাহ

ABOUT THE AUTHOR

...view details