নয়া দিল্লি, 31 মে :এটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয় ৷ একজোটে করোনা অতিমারির সঙ্গে লড়াই করার সময় এটা ৷ সোমবার এমনই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলির নির্দেশ ঘিরে নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতেই কেজরিওয়াল এমন মন্তব্য করেন ৷
এদিন কেজরি টুইট করে বলেন, "এটা রাজ্য সরকারের সঙ্গে লড়াই করার সময় নয় ৷ একজোটে করোনা অতিমারির সঙ্গে লড়াই করার সময় এটা ৷" সেই সঙ্গে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলি করা নিয়ে একটি খবরের উল্লেখও করেন তিনি ৷
টুইটে তিনি আরও বলেন, এখন রাজ্য সরকারকে ভ্যাকসিন এবং অন্যান্য ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করার সময় ৷ রাজনীতি করার জন্য সারা জীবন পড়ে আছে ৷
শুক্রবার রাতে হঠাৎ করেই কেন্দ্রের তরফে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে বদলির নোটিশ পাঠানো হয় ৷ যাতে এও উল্লেখ্য ছিল মুখ্য সচিবকে যেন অবিলম্বে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় ৷
আরও পড়ুন :গেলেন না দিল্লি, নবান্নে মুখ্যসচিব
আলাপন বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 1987-র ব্যাচের আইএএস অফিসার ৷ 31মে 2021 এ 60 বছর বয়সে তাঁর অবসর নেওয়ার কথা ছিল ৷ তবে, কোভিড মোকাবিলা কাজ পরিচালনা করার জন্য কেন্দ্র তাঁর কর্মজীবনের মেয়াদ তিনমাস বাড়ানোর আবেদন মঞ্জুর করেছে ৷