পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Rahul Gandhi: প্রধানমন্ত্রী নয়, নয়া সংসদ ভবনের উদ্বোধন করুন রাষ্ট্রপতি: রাহুল - 28 মে নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন

আগামী 28 মে নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগেই বিতর্ক শুরু হয়েছে নয়া সংসদ ভবনের উদ্বোধন নিয়ে ৷ বিরোধীদের দাবি, মোদি নয়, তার জায়গায় বরং মুর্মু করুন উদ্বোধন ৷

Etv Bharat
28 মে নবনির্মিত সংসদ ভবন

By

Published : May 21, 2023, 10:32 PM IST

নয়াদিল্লি, 21 মে:চলতি মাসের শেষেই উদ্বোধন হবে দেশের নতুন সংসদ ভবনের ৷ আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ৷ ইতিমধ্যেই লোকসভার সচিবালয় থেকে সংসদ ভবন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ গিয়েছে। আর তাতেই বাঁধ সেঁধেছে কংগ্রেস ৷ পালটা কংগ্রেস নেতা রাহুল গান্ধি রবিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নয়, বরং রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ ভবনের উদ্বোধন করানো উচিত ৷

উল্লেখ্য, আগামী 28 মে নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা সচিবালয় সূত্রে খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গত বৃহস্পতিবার মোদির সঙ্গে দেখা করেন ৷ সেই সঙ্গে, নতুন সংসদ ভবন উদ্বোধনের আমন্ত্রণও জানান তিনি প্রধানমন্ত্রীকে ৷ এরপরই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস ৷ টুইট করে রাহুল গান্ধি লিখেছেন, "প্রধানমন্ত্রীর নয়, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির।" প্রবীণ সংসদ নেতা তথা রাজ্যসভায় দলের প্রাক্তন উপনেতা আনন্দ শর্মা এবং আরও কিছু বিরোধী নেতাকেও রাহুলের সুরেই সুর মেলাতে দেখা গিয়েছে ৷ একই মত পোষণ করেছে বেশ কয়েকটি অবিজেপি দলও।

কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইটারে লিখেছেন, "সংসদের নতুন ভবন উদ্বোধন করা প্রধানমন্ত্রীর সাংবিধানিকভাবে সঠিক কাজ হবে না। অবশ্য এর আদৌ প্রয়োজন ছিল কিনা তা বিচার্য বিষয় ৷ কোনও বড় গণতান্ত্রিক রাষ্ট্র এমনটা করেনি।" তাঁর দাবি, কয়েক'শো বছর ধরে ওয়েস্টমিনস্টার ব্রিটিশ পার্লামেন্ট এবং ক্যাপিটাল হিলে বসছে মার্কিন কংগ্রেস। তিনি জানান, যে সংসদ ভারতের সাংবিধানিক গণতন্ত্রের রক্ষক এবং গর্ব, তার গৌরব ক্ষুন্ন করা উচিত নয় ৷ তাঁর ব্যাখ্যা, এর মধ্যে জনগণের সার্বভৌমত্ব নিহিত রয়েছে।

কংগ্রেসের দাবি, সংবিধানের 79 অনুচ্ছেদে দ্ব্যর্থহীন ভাষায় লেখা রয়েছে, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে গঠিত ভারতের সংসদের প্রধান রাষ্ট্রপতি ৷ এরপরই আনন্দ শর্মা বলেন, "প্রধানমন্ত্রী হলেন লোকসভার নেতা। কিন্তু রাষ্ট্রপতি একাই সংসদকে তলব করতে পারেন 85 নম্বর ধারায় ৷ রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন ৷ সংবিধানকে অবশ্যই সম্মান জানাতে হবে ৷ এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতিরই উদ্বোধন করা উচিত ৷" সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজার মতে, প্রধানমন্ত্রী দেশের নির্বাহী অঙ্গের নেতৃত্ব দেন ৷ তিনি বলেন, "নতুন সংসদের উদ্বোধন করা রাষ্ট্রের প্রধান হিসাবে দ্রৌপদী মুর্মুর পক্ষে উপযুক্ত হত ৷"

অন্যদিকে, আসাদউদ্দিন ওয়াইসিও প্রধানমন্ত্রীর নতুন সংসদ ভবন উদ্বোধনের বিষয়ে আপত্তি তুলেছিলেন। ওয়াইসি টুইটে লেখেন, "প্রধানমন্ত্রী কেন সংসদ ভবনে উদ্বোধন করবেন? তিনি কার্যনির্বাহী বিভাগের প্রধান, আইনসভার নয়। লোকসভার অধ্যক্ষ বা রাজ্যসভার চেয়ারম্যান উদ্বোধন করতে পারতেন। এটি জনগণের অর্থ দিয়ে তৈরি, কেন প্রধানমন্ত্রী এমন আচরণ করছেন? তাঁর 'বন্ধুরা' তাঁদের ব্যক্তিগত তহবিল থেকে এটি স্পনসর করেছে ?" প্রসঙ্গত, লোকসভা সচিবালয় সূত্রে খবর, নতুন সংসদ ভবনে লোকসভায় 888 জন এবং রাজ্যসভায় 300 জন সদস্য বসতে পারবেন। উভয় কক্ষের যৌথ সভার ক্ষেত্রে, মোট 1 হাজার 280 জন সদস্যকে স্থান দেওয়া যাবে।

আরও পড়ুন:মর্সবিতে মোদি-ম্যানিয়া ! পাঁ ছুয়ে প্রণাম নিউ গিনির রাষ্ট্রপ্রধানের, বুকে টেনে নিলেন নমো

ABOUT THE AUTHOR

...view details