নয়াদিল্লি, 21 মে:চলতি মাসের শেষেই উদ্বোধন হবে দেশের নতুন সংসদ ভবনের ৷ আর তা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর ৷ ইতিমধ্যেই লোকসভার সচিবালয় থেকে সংসদ ভবন উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ গিয়েছে। আর তাতেই বাঁধ সেঁধেছে কংগ্রেস ৷ পালটা কংগ্রেস নেতা রাহুল গান্ধি রবিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী নয়, বরং রাষ্ট্রপতিকে দিয়ে সংসদ ভবনের উদ্বোধন করানো উচিত ৷
উল্লেখ্য, আগামী 28 মে নবনির্মিত সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা সচিবালয় সূত্রে খবর, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গত বৃহস্পতিবার মোদির সঙ্গে দেখা করেন ৷ সেই সঙ্গে, নতুন সংসদ ভবন উদ্বোধনের আমন্ত্রণও জানান তিনি প্রধানমন্ত্রীকে ৷ এরপরই বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস ৷ টুইট করে রাহুল গান্ধি লিখেছেন, "প্রধানমন্ত্রীর নয়, নতুন সংসদ ভবনের উদ্বোধন করা উচিত রাষ্ট্রপতির।" প্রবীণ সংসদ নেতা তথা রাজ্যসভায় দলের প্রাক্তন উপনেতা আনন্দ শর্মা এবং আরও কিছু বিরোধী নেতাকেও রাহুলের সুরেই সুর মেলাতে দেখা গিয়েছে ৷ একই মত পোষণ করেছে বেশ কয়েকটি অবিজেপি দলও।
কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইটারে লিখেছেন, "সংসদের নতুন ভবন উদ্বোধন করা প্রধানমন্ত্রীর সাংবিধানিকভাবে সঠিক কাজ হবে না। অবশ্য এর আদৌ প্রয়োজন ছিল কিনা তা বিচার্য বিষয় ৷ কোনও বড় গণতান্ত্রিক রাষ্ট্র এমনটা করেনি।" তাঁর দাবি, কয়েক'শো বছর ধরে ওয়েস্টমিনস্টার ব্রিটিশ পার্লামেন্ট এবং ক্যাপিটাল হিলে বসছে মার্কিন কংগ্রেস। তিনি জানান, যে সংসদ ভারতের সাংবিধানিক গণতন্ত্রের রক্ষক এবং গর্ব, তার গৌরব ক্ষুন্ন করা উচিত নয় ৷ তাঁর ব্যাখ্যা, এর মধ্যে জনগণের সার্বভৌমত্ব নিহিত রয়েছে।