নয়াদিল্লি, 22 জুন : করোনা আক্রান্তে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে, করোনা মোকাবিলাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে ৷ সোমবার সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র ৷
সোমবার কেন্দ্র শীর্ষ আদালতকে জানায়, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের পরিবারগুলিকে চার লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় ৷ ক্ষতিপূরণ দেওয়ার তহবিলগুলি চালু রয়েছে তবে তা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে ব্যবহার করা হবে ৷ সোমবার সুপ্রিম কোর্টে করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আবেদনের শুনানির সময় কেন্দ্র সুপ্রিম কোর্টে ক্ষতিপূরণের এই বিষয়টি নিয়ে তাদের মতামত স্পষ্ট করে ৷ সেখানেই কেন্দ্রের তরফে জানানো হয়, ক্ষতিপূরণের চেয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় অগ্রাধিকার দেওয়া হবে ৷