পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bihar Train Accident: বিহারে রেল দুর্ঘটনা! বক্সারে লাইনচ্যুত নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেস; মৃত কমপক্ষে 4

Train Derailed in Bihar: বুধবার রাতে বিহারের বক্সারের কাছে লাইনচ্যুত হয় নর্থ-ইস্ট সুপারফাস্ট এক্সপ্রেসের 6টি কামরা ৷ দিল্লি থেকে অসমের তিনসুকিয়ায় ট্রেনটি যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷ রেল জানিয়েছে, এখনও পর্যন্ত দিল্লি-কামাখ্যা নর্থ-ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অন্ততপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে ৷ প্রায় 70 জনের বেশি যাত্রী আহত হয়েছেন ৷

বিহারে ট্রেন দুর্ঘটনা
Bihar Train Accident

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 11:02 PM IST

Updated : Oct 12, 2023, 6:55 AM IST

বিহারে ট্রেন দুর্ঘটনা

বক্সার, 11 অক্টোবর: বিহারে বড়সড় রেল দুর্ঘটনা ৷ বুধবার রাত 10টা নাগাদ বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে 12506 ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ছ'টি বগি। দিল্লি থেকে অসমের তিনসুকিয়ায় ট্রেনটি যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে যান রেল আধিকারিকরা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ জানা গিয়েছে, ওই এলাকাটি এত অন্ধকার যে উদ্ধারকাজ শুরু হলেও তাতে সমস্যা হচ্ছিল ৷ রেল জানিয়েছে, এখনও পর্যন্ত অন্ততপক্ষে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি প্রায় 70 জনের বেশি যাত্রী আহত হয়েছেন ৷

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রায় উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসে পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। ঘটনার জেরে এই রেল লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ ৷ বক্সারের পুলিশ সুপার মণীশ কুমার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনায় 4 জন যাত্রীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ বাহিনীর একজন আধিকারিক জানিয়েছেন, অন্তত 70 জন যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের টুইট

রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, রাত দু’টো নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, উদ্ধারকাজ শেষ। সব বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের শীঘ্রই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।" এরপর তিনি লেখেন, "অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।"

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের টুইট

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব একটি বিবৃতি জারি করে বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য বিভাগগুলিকে যতটা সম্ভব দ্রুত সম্ভাব্য ত্রাণ নিশ্চিত করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, "আমি বক্সার এবং ভোজপুরের (যেখানে আরা সদর দফতর) জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথা বলেছি দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছনোর এবং ত্রাণ কাজ দ্রুত করার নির্দেশ দিয়েছি ৷"

দুর্ঘটনার পরেই হেল্পলাইন চালু করা হয়েছে রেলের তরফ থেকে-

  • পটনা হেল্পলাইন-9771449971
  • দানাপুর হেল্পলাইন- 8905697493
  • আরা হেল্পলাইন- 8306182542

রেলওয়ের এক আধিকারিক জানিয়েছেন, দিল্লি এবং ডিব্রুগড়ের মধ্যে রাজধানী এক্সপ্রেস-সহ এই রুটে চলাচলকারী কমপক্ষে 18টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:বালাসোর ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় 28 দেহের সৎকার

Last Updated : Oct 12, 2023, 6:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details