বক্সার, 11 অক্টোবর: বিহারে বড়সড় রেল দুর্ঘটনা ৷ বুধবার রাত 10টা নাগাদ বক্সারের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে 12506 ডাউন নর্থ-ইস্ট এক্সপ্রেসের ছ'টি বগি। দিল্লি থেকে অসমের তিনসুকিয়ায় ট্রেনটি যাচ্ছিল বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে যান রেল আধিকারিকরা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ জানা গিয়েছে, ওই এলাকাটি এত অন্ধকার যে উদ্ধারকাজ শুরু হলেও তাতে সমস্যা হচ্ছিল ৷ রেল জানিয়েছে, এখনও পর্যন্ত অন্ততপক্ষে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি প্রায় 70 জনের বেশি যাত্রী আহত হয়েছেন ৷
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রায় উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন ৷ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এসে পৌঁছয় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং রেলের আধিকারিকরা। ঘটনার জেরে এই রেল লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ ৷ বক্সারের পুলিশ সুপার মণীশ কুমার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনায় 4 জন যাত্রীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ বাহিনীর একজন আধিকারিক জানিয়েছেন, অন্তত 70 জন যাত্রী আহত হয়েছেন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
রাতেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, রাত দু’টো নাগাদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানান, উদ্ধারকাজ শেষ। সব বগি খতিয়ে দেখা হয়েছে। যাত্রীদের শীঘ্রই একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে তাঁদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হবে।" এরপর তিনি লেখেন, "অপূরণীয় ক্ষতির জন্য গভীর সমবেদনা। ট্রেন লাইনচ্যুত হওয়ার মূল কারণ আমরা খুঁজে বার করব।"