নয়াদিল্লি, 11 ডিসেম্বর: দেশবাসীর কাছে বহুল পরিচিত নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল (North East Festival) বা উৎসব ৷ এই উৎসব সকলকে এক ছাতার নিচে নিয়ে আসে ৷ একইসঙ্গে খাদ্য, কারুশিল্প এবং উত্তর-পূর্ব ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির এক দুর্দান্ত অভিজ্ঞতা দেয় ৷ এ বছর এই উৎসব নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে 23 থেকে 26 ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে (Jawaharlal Nehru Stadium in New Delhi) ।
নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের দশম সংস্করণের উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি (G Kishan Reddy) ৷ বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও (Piyush Goyal) এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (Sarbananda Sonowal), বন্দর এবং কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ওই অঞ্চলের সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ।
2013 সালে সূচনা হয় এই উৎসবের ৷ তারপর থেকে এই ফেস্টিভ্যাল দেশের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে পর্যটন বৃদ্ধিতে একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে । এই উৎসবের প্রথম সাতটি সংস্করণ 2013 থেকে 2019 পর্যন্ত আইজিএনসিএ (IGNCA), জনপথ, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ৷ এই বছরগুলিতে ব্যাপক ভিড় হয়েছে নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে । করোনার কারণে আগের দু'বছর গুয়াহাটিতে এই উৎসব অনুষ্ঠিত হয়েছিল ৷