পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা বাড়িয়ে বলছেন কেজরিওয়াল ? - দিল্লি কোভিড-19

কেজরিওয়ালের সরকার দিল্লিতে কোভিড সংক্রমণে মৃতের সংখ্যা বাড়িয়ে বলে রাজনীতি করছে ৷ অভিযোগ বিজেপি পরিচালিত দিল্লি পৌরনিগমের ৷ স্বভাবতই আপ-বিজেপি তরজায় প্যানডেমিক কালে উত্তপ্ত রাজধানী ৷

উত্তর দিল্লির মেয়র জয় প্রকাশ
উত্তর দিল্লির মেয়র জয় প্রকাশ

By

Published : Jun 4, 2021, 10:27 AM IST

নিউ দিল্লি, 4 জুন : দিল্লিতে কোভিড-19 আক্রান্ত মৃতের সংখ্যা নিয়ে বিজেপি-আপ রাজনৈতিক তরজা তুঙ্গে ৷ বিজেপি-শাসিত দিল্লির মিউনিসিপ্যাল করপোরেশন (এমসিডি)-র দাবি গত এপ্রিল, মে মাসে 35000-এরও বেশি মৃতের শংসাপত্র দেওয়া হয়েছে, কিন্তু কেজরিওয়ালের সরকারের ঘোষিত মৃতের সংখ্যার সঙ্গে তা মিলছে না ৷ এ নিয়ে গরমিল করছে দিল্লি সরকার ৷

উত্তর দিল্লির মেয়র জয় প্রকাশ ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, এপ্রিল আর মে মাসে এমসিডি 35,478 জন ব্যক্তির নামে ডেথ সার্টিফিকেট দিয়েছে, এখনও 1,255 জনের এই সার্টিফিকেট পাওয়া বাকি রয়েছে ৷ একদিকে দিল্লি সরকার এই সংখ্যা বাড়িয়ে বলছে আর অন্যদিকে দিল্লিবাসীকে বিভ্রান্ত করছে ৷

তাঁর আরও অভিযোগ দিল্লি সরকারের 70,000 কোটি টাকার আর্থিক ক্ষমতা থাকলেও দিল্লির লোকেরাই কোনও সুবিধে পাচ্ছে না ৷

তবে এখনও পর্যন্ত বিজেপি-পরিচালিত পৌরনিগমের এই অভিযোগের কোনও উত্তর দেয়নি আপ ৷

এপ্রিল ও মে মাসে দেওয়া ডেথ সার্টিফিকেটের সংখ্যা :

উত্তর দিল্লি পৌরসংস্থা - 5,147 আর 10,918 জনকে

দক্ষিণ দিল্লি পৌরসংস্থা - 3,351 আর 10,209 জনকে

পূর্ব দিল্লি পৌরসংস্থা - 1,725 আর 4,028 জনকে

আরও পড়ুন : মধ্যপ্রদেশে 3000 জুনিয়র ডাক্তারের পদত্যাগ, দাবি না মানা পর্যন্ত চলবে কর্মবিরতি

ABOUT THE AUTHOR

...view details