চণ্ডীগড়, 10 জুলাই: উত্তর ও পশ্চিম ভারত প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে । আবহাওয়া দফতর জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা ও মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানা-সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে । হিমাচল প্রদেশ-সহ পার্বত্য রাজ্যগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । যমুনা নদীর দ্রুত প্রবাহের কারণে দিল্লিতে বন্যার আশঙ্কা রয়েছে । মোহালিতে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজের জন্য সেনা মোতায়েন করার অনুরোধ জানিয়েছে পঞ্জাব সরকার ।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেন, ‘‘আমি পাঞ্জাবের বাসিন্দাদের কোনও ধরনের আতঙ্কের মধ্যে না থাকার জন্য আবেদন করছি ৷ আমি পাঞ্জাবের প্রতিটি ছোট-বড় আধিকারিকদের সঙ্গে রাজ্যের প্রতিটি কোণের তথ্য প্রতি মুহূর্তে নিচ্ছি ৷ এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং আমরা একসঙ্গে এটি মোকাবিলা করব । সরকারেক তরফে জনগণকে সব ধরনের সহযোগিতা করা হবে ।’’
আরও পড়ুন:প্রকৃতির তাণ্ডবে 'ছারখার' হিমাচল, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন!
পঞ্জাবের পরিস্থিতি: পঞ্জাবেও লাগাতার বৃষ্টির কারণে অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । খাল-বিল-নালার জল উপচে মানুষের ঘরে ঢুকে পড়েছে । এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়ো ভাইরালও হচ্ছে, যাতে দেখা যাচ্ছে কীভাবে মানুষের জীবন সংকটে ৷ তাঁরা কীভাবে আর্থিক ক্ষয়ক্ষতি বাঁচতে হিমশিম খাচ্ছেন । অবিরাম উপচে পড়া খালের জলের কারণে অনেক শহরে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তবে পঞ্জাব সরকারের তরফে মন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এবং জনগণকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । হরিয়ানায় তিনটি নদী মার্কন্দা, ঘাগর ও ট্যাংরি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে ৷ সেই কারণে সেখানে একটি বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করা হয়েছে ৷