জুরিখ, 6 অক্টোবর: জেনিফার লোপেজ, শাকিরা, পিটবুল ৷ গানে গানে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া উৎসবের মঞ্চ মাতিয়েছেন নামজাদা তারকারা ৷ সেই তালিকাতেই এবার ঢুকে পড়লেন এক ভারতীয় তারকা, নোরা ফতেহি (Nora Fatehi) ৷ কাতার বিশ্বকাপের থিম ভিডিয়োতে দেখা যাবে 'গরমি গার্ল'কে ৷ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে থিম ভিডিয়োর টিজার (FIFA World Cup 2022) ৷ শুক্রবার রিলিজ হবে ভিডিয়োটি ৷
Nora Fatehi: শাকিরা-লোপেজের সঙ্গে একাসনে নোরা, বিশ্বকাপে পারফর্ম করবেন ভারতীয় তারকা - শাকিরা লোপেজের সঙ্গে একাসনে নোরা
ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন নোরা ফতেহি (Nora Fatehi) । কাতার বিশ্বকাপের থিম ভিডিয়োতে (FIFA World Cup 2022) দেখা যাবে 'গরমি গার্ল'কে ৷ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে থিম ভিডিয়োর টিজার ৷
Nora Fatehi
ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন নোরা । তাঁর সঙ্গেই দেখা যাবে আমিরশাহির গায়িক বলকিস আহমেদ ফাথি, মরোক্কোর মানাল বেঞ্চলিখা এবং ইরাকের রাহমা রিয়াদকে । ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে নোরা লিখেছেন, "এবার ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ভিডিয়ো 'লাইট দ্য স্কাই' ৷ আগামিকালের ডেট বুক করে রাখুন ৷"
আরও পড়ুন: আসছে ঝলক দিখলা জা 10, তার আগে নতুন লুকে মন মাতালেন নোরা
Last Updated : Oct 29, 2022, 3:02 PM IST