শ্রীনগর, 13 জুলাই: ফের জঙ্গি হামলা কাশ্মীরে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গি হামলায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর ৷ আহত তিন জনকেই হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ পুলিশের দাবি, এই তিন শ্রমিকের কেউই কাশ্মীরের বাসিন্দা নন ৷ জম্মু ও কাশ্মীরের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, হামলাকারীরা জেলার গাগরান এলাকায় তিন শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন গুলিবিদ্ধ শ্রমিকের নাম আনোয়াল ঠোকার, হেরলাল এবং পন্টু ৷ চিকিৎসার জন্য তাঁদের তিন জনকেই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । ঘটনাস্থল থেকে ইটিভি ভারত যে ভিডিয়ো পেয়েছে তাতে দেখা গিয়েছে, স্থানীয়রাই প্রাথমিকভাবে আহত শ্রমিকদের হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাচ্ছেন । হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলেছে বলেও খবর মিলেছে ৷ একই সঙ্গে, হামলাকারীদের ধরতে সেনা এবং রাজ্য পুলিশের বিশেষ টিম ব্যাপক তল্লাশী অভিযান শুরু করেছে বলেও জানা গিয়েছে ৷
প্রসঙ্গত, চলতি বছর কাশ্মীরে পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘুদের উপর এ নিয়ে তৃতীয় বার হামলা চালানো হল। গত 26 ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার আচেনে জঙ্গিদের হাতে একটি ব্যাঙ্কে নিরাপত্তা প্রহরী হিসাবে কর্মরত একজন কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিন মাসেরও বেশি সময় পরে 29 মে উধমপুরের বাসিন্দা দীপু, যিনি একটি বিনোদন পার্কে ব্যক্তিগত সার্কাস মেলায় কাজ করছিলেন, অনন্তনাগ শহরের জগল্যান্ড মান্ডির কাছে তিনি গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন: সীমাকে না-ফেরালে 26/11 ধাঁচে হামলার হুমকি ফোন মুম্বই পুলিশে
উপত্যকা গত কয়েক বছরে কাশ্মীরি পণ্ডিত এবং পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের সাক্ষী থেকেছে ৷ এমনকী পুলিশ দাবি করে, যে প্রায় সমস্ত জঙ্গিদের নিকেশ করার পাশাপাশি নির্মূল করা হয়েছে তাদের সংগঠনও ৷ সেই সঙ্গে, উপত্যকায় সন্ত্রাসবাদ শেষ পর্যায়ে রয়েছে বলেও দাবি করা হয়েছিল নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে। কিন্তু এদিনের ফের হামলা সেই দাবির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷