পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahakumbha COVID scam : মহাকুম্ভে করোনা পরীক্ষায় প্রতারণা কাণ্ডে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা

মহাকুম্ভ স্নানে ভুয়ো করোনা পরীক্ষায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালত থেকে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা বের করল পুলিশ ৷ আজ সেই গ্রেফতারি পরোয়ানা নিয়ে দিল্লি ও হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিশেষ তদন্তকারী দলের সদস্যরা ৷

non-bailable-warrant-issued-against-accused-of-mahakumbh-covid-19-testing-scam-in-haridwar
মহাকুম্ভে করোনা পরীক্ষায় প্রতারণা কাণ্ডে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা

By

Published : Aug 29, 2021, 6:01 PM IST

হরিদ্বার, 29 অগস্ট : হরিদ্বারে মহাকুম্ভ মেলায় করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয় ৷ আজ সিটের আধিকারিকরা ভুয়ো করোনা পরীক্ষার মামলায় অভিযুক্তদের গ্রেফতার করতে দিল্লি ও হরিয়ানা রওনা দিয়েছে ৷ তার আগে আদালত থেকে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বের করল তদন্তকারী সিট ৷ করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন হরিদ্বারে মহাকুম্ভ স্নান চলেছে ৷ যেখানে উত্তরাখণ্ড সরকারের তরফে নিষেধাজ্ঞা দূর, কোভিডবিধি মানার বিষয়েও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ অভিযোগ উঠেছিল, এক সপ্তাহে প্রায় 30 লক্ষ পূণ্যার্থী জড়ো হয়েছিলেন গঙ্গার ঘাটে ৷ সেই সময় পূণ্যস্নানে যাওয়া সকলের করোনার পরীক্ষা করানো হয়েছিল ৷ অভিযোগ উঠেছে, করোনা পরীক্ষার নামে রীতিমতো প্রহসন হয়েছে সেখানে ৷

উত্তরাখণ্ড পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত সিটের দু’টি দল আজ দিল্লি ও হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ এনিয়ে হরিদ্বার পুলিশের সুপার এসএ কৃষ্ণারাজ এস জানিয়েছেন, ম্যাক্স কর্পোরেট সার্ভিসের মল্লিকা পন্থ এবং শরত পন্থ এবং হিসারের নলওয়া ল্যাবের চিকিৎসক নভতেজ নলওয়ার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ মহাকুম্ভে ভুয়ো করোনা পরীক্ষা কাণ্ডে এরা জড়িত রয়েছে ৷ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা বের করেছে ৷

আরও পড়ুন :Coronavirus : 1 সেপ্টেম্বর থেকেই দিল্লিতে খুলছে স্কুল, দফায় দফায় ক্লাস শুরু

এর আগে গত 17 জুন উত্তরাখণ্ড সরকার হরিদ্বারের জেলাশাসককে মহাকুম্ভ স্নানের সময় এই করোনা পরীক্ষার প্রতারণা কাণ্ডে এফআইআর করতে নির্দেশ দেয় ৷ এই নির্দেশ দেওয়া হয়েছিল, যেদিন প্রথম মহাকুম্ভ স্নানে ভুয়ো করোনা পরীক্ষার খবর ফাঁস হয়, তার একদিন পর ৷ জানা যায় কুম্ভ মেলায় প্রায় 1 লক্ষ করোনা পরীক্ষার রিপোর্ট এসেছিল ৷ যেগুলি সবক’টি ভুয়ো ছিল ৷ এ বছর 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় ৷ যাকে কেন্দ্র করে হরিদ্বার জেলা এবং ঋষিকেশ অঞ্চলে মানুষের ঢল নেমেছিল ৷ যে ভিড় দেরাদুন জেলা পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল ৷ আর ঠিক সেই সময় ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ তার চরম সীমায় ছিল ৷ রোজ প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষ সংক্রমিত হচ্ছিলেন ৷ সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল মৃত্যুর সংখ্যা ৷

ABOUT THE AUTHOR

...view details