হরিদ্বার, 29 অগস্ট : হরিদ্বারে মহাকুম্ভ মেলায় করোনা পরীক্ষার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল ৷ সেই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয় ৷ আজ সিটের আধিকারিকরা ভুয়ো করোনা পরীক্ষার মামলায় অভিযুক্তদের গ্রেফতার করতে দিল্লি ও হরিয়ানা রওনা দিয়েছে ৷ তার আগে আদালত থেকে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা বের করল তদন্তকারী সিট ৷ করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন হরিদ্বারে মহাকুম্ভ স্নান চলেছে ৷ যেখানে উত্তরাখণ্ড সরকারের তরফে নিষেধাজ্ঞা দূর, কোভিডবিধি মানার বিষয়েও কোনও পদক্ষেপ করা হয়নি ৷ অভিযোগ উঠেছিল, এক সপ্তাহে প্রায় 30 লক্ষ পূণ্যার্থী জড়ো হয়েছিলেন গঙ্গার ঘাটে ৷ সেই সময় পূণ্যস্নানে যাওয়া সকলের করোনার পরীক্ষা করানো হয়েছিল ৷ অভিযোগ উঠেছে, করোনা পরীক্ষার নামে রীতিমতো প্রহসন হয়েছে সেখানে ৷
উত্তরাখণ্ড পুলিশের পদস্থ আধিকারিকদের নিয়ে গঠিত সিটের দু’টি দল আজ দিল্লি ও হরিয়ানার উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ এনিয়ে হরিদ্বার পুলিশের সুপার এসএ কৃষ্ণারাজ এস জানিয়েছেন, ম্যাক্স কর্পোরেট সার্ভিসের মল্লিকা পন্থ এবং শরত পন্থ এবং হিসারের নলওয়া ল্যাবের চিকিৎসক নভতেজ নলওয়ার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ মহাকুম্ভে ভুয়ো করোনা পরীক্ষা কাণ্ডে এরা জড়িত রয়েছে ৷ এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা বের করেছে ৷