নয়াদিল্লি, 27 অগস্ট: তৈরি 3 হাজার 700 কেজির বিস্ফোরক ৷ রবিবার দুপুর 2টো 30 মিনিটে এই বিপুল পরিমাণ বিস্ফোরণের অভিঘাতেই ধুলোয় মিশে যাবে নয়াদিল্লির টুইন-টাওয়ার ৷ রাজধানীর উপকণ্ঠে ঘটবে বিরল এক ঘটনা ৷ তারই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে (Countdown for demolition of Noida Twin Towers started) ৷ অবৈধ নির্মাণের কারণে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আগামিকাল গুঁড়িয়ে দেওয়া হবে অ্যাপেক্স (Apex) এবং সেয়ানে (Ceyane) ৷ সূত্রের খবর, 100 মিটার উঁচু এই টুইন টাওয়ার 9 সেকেন্ডের মধ্যেই মিশে যাবে মাটির সঙ্গে, সেইসঙ্গে গুঁড়িয়ে যাবে বহু মানুষের স্বপ্নও ৷
দায়িত্ব বর্তেছে মুমব্ইয়ের প্রসিদ্ধ এডিফাইসের (Edifice) ইঞ্জিনিয়ারদের কাঁধে ৷ শনিবার শেষ মুহূর্তে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এসেছিলেন আধিকারিকেরা ৷ ব্যবস্থাপনা খতিয়ে দেখার পর নয়ডা অথরিটি সিইও ঋতু মাহেশ্বরী (Ritu Maheshwari) বলেন, "ধ্বংসের কাজটি যাতে নিরাপদে হয় সেজন্য প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণের প্রয়োজন তা নেওয়া হয়েছে ৷ নির্ধারিত সূচি অনুযায়ী আগামিকাল দুপুর 2টো 30 মিনিটে টাওয়ার গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হবে ৷" সংলগ্ন 5,000 পরিবারকে রবিবার সকাল থেকে নিরাপদে নিয়ে যাওয়া হবে ৷ তবে ধ্বংসের কাজটি এতটাই সন্তর্পণে করা হচ্ছে যে, বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের বহুতলগুলি কোনওরকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না ৷