নয়ডা (উত্তর প্রদেশ), 18 অক্টোবর : গত বছর গালওয়ানে (Galwan Valley) ভারতীয় সেনার (Indian Army) সঙ্গে সঙ্ঘর্ষের সময় এক ধরনের কাঁটা জাতীয় অস্ত্র ব্যবহার করার অভিযোগ উঠেছিল চিনের (China) বিরুদ্ধে ৷ এবার ভারতও (India) ওই একই ধরনের অস্ত্র দিয়ে চিনকে শায়েস্তা করার সুযোগ পেতে চলছে ৷ উত্তর প্রদেশের (Uttar Pradesh) নয়ডার একটি স্টার্ট-আপ সংস্থা এই ধরনের কয়েকটি অস্ত্র তৈরি করেছে ৷
আরও পড়ুন :J&K Terrorist Attack : জঙ্গি হানায় কুলগ্রামে ফের প্রাণ হারাল 3 ভিনরাজ্যের শ্রমিক
ওই সংস্থার নাম আপস্তেরন প্রাইভেট লিমিটেড ৷ সংস্থার চিফ টেকনলজি অফিসার মোহিত কুমার সংবাদসংস্থা এএনআই-কে (ANI) জানিয়েছেন, গালওয়ানের সঙ্ঘর্ষের পর তাঁদের মনে হয় যে এই ধরনের ভারতের হাতেও থাকা উচিত ৷ যা বিপক্ষকে আহত করবে ৷ কিন্তু প্রাণঘাতী হবে না ৷ তাই ভারতের প্রাচীন ঐতিহ্যের মধ্যে থাকা অস্ত্র থেকে অনুপ্রাণিত (যেমন শিবের ত্রিশূল) হয়ে এই অস্ত্রগুলি তৈরি করা হয়েছে ৷
আরও পড়ুন :NSA Meet : আফগানিস্তান নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, আয়োজক ভারত
সেই অস্ত্রগুলির একটির নাম তাঁরা দিয়েছেন বজ্র ৷ যা অনেকটা ধাতব লাঠির মতো দেখতে ৷ কিন্তু মুখোমুখি লড়াইয়ে শত্রু সেনাকে আঘাত করা যাবে ৷ আবার বুলেট প্রুফ গাড়ির চাকা পাংচারও করা যাবে ৷ বিপক্ষকে আঘাত করার সময় বজ্র থেকে বিদ্যুৎও প্রবাহিত হবে ৷ যাতে ক্ষতিগ্রস্ত হবে বিপক্ষ সৈনিকরা ৷