পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Indian Army Weapons : চিনকে জবাব দিতে ভারতীয় সেনার পাচ্ছে বিশেষ অস্ত্র, প্রস্তুতকারক নয়ডার স্টার্ট-আপ - Noida Start Up

2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সঙ্ঘর্ষের সময় এক ধরনের কাঁটা জাতীয় অস্ত্র ব্যবহার করে চিন ৷ এবার ভারতও ওই একই ধরনের অস্ত্র দিয়ে চিনকে শায়েস্তা করতে পারবে ভারত ৷

noida start up make non lethal weapon for indian army to combat chinese pla
Indian Army Weapons : চিনকে জবাব দিতে ভারতীয় সেনার পাচ্ছে বিশেষ অস্ত্র, প্রস্তুতকারক নয়ডার স্টার্ট আপ

By

Published : Oct 18, 2021, 5:47 PM IST

নয়ডা (উত্তর প্রদেশ), 18 অক্টোবর : গত বছর গালওয়ানে (Galwan Valley) ভারতীয় সেনার (Indian Army) সঙ্গে সঙ্ঘর্ষের সময় এক ধরনের কাঁটা জাতীয় অস্ত্র ব্যবহার করার অভিযোগ উঠেছিল চিনের (China) বিরুদ্ধে ৷ এবার ভারতও (India) ওই একই ধরনের অস্ত্র দিয়ে চিনকে শায়েস্তা করার সুযোগ পেতে চলছে ৷ উত্তর প্রদেশের (Uttar Pradesh) নয়ডার একটি স্টার্ট-আপ সংস্থা এই ধরনের কয়েকটি অস্ত্র তৈরি করেছে ৷

আরও পড়ুন :J&K Terrorist Attack : জঙ্গি হানায় কুলগ্রামে ফের প্রাণ হারাল 3 ভিনরাজ্যের শ্রমিক

ওই সংস্থার নাম আপস্তেরন প্রাইভেট লিমিটেড ৷ সংস্থার চিফ টেকনলজি অফিসার মোহিত কুমার সংবাদসংস্থা এএনআই-কে (ANI) জানিয়েছেন, গালওয়ানের সঙ্ঘর্ষের পর তাঁদের মনে হয় যে এই ধরনের ভারতের হাতেও থাকা উচিত ৷ যা বিপক্ষকে আহত করবে ৷ কিন্তু প্রাণঘাতী হবে না ৷ তাই ভারতের প্রাচীন ঐতিহ্যের মধ্যে থাকা অস্ত্র থেকে অনুপ্রাণিত (যেমন শিবের ত্রিশূল) হয়ে এই অস্ত্রগুলি তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন :NSA Meet : আফগানিস্তান নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, আয়োজক ভারত

সেই অস্ত্রগুলির একটির নাম তাঁরা দিয়েছেন বজ্র ৷ যা অনেকটা ধাতব লাঠির মতো দেখতে ৷ কিন্তু মুখোমুখি লড়াইয়ে শত্রু সেনাকে আঘাত করা যাবে ৷ আবার বুলেট প্রুফ গাড়ির চাকা পাংচারও করা যাবে ৷ বিপক্ষকে আঘাত করার সময় বজ্র থেকে বিদ্যুৎও প্রবাহিত হবে ৷ যাতে ক্ষতিগ্রস্ত হবে বিপক্ষ সৈনিকরা ৷

এছাড়া বিপক্ষের গাড়ি আটকাতে বিশেষ ত্রিশূল তৈরি করা হয়েছে ৷ শীতে ব্যবহার করার জন্য বিশেষ গ্লাভস তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন :J&K Army-Terrorist Gunfight : পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত সেনা জওয়ান, জখম বেশ কয়েকজন

প্রসঙ্গত, গত বছর এপ্রিল-মে মাস থেকে দীর্ঘ সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও চিনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ চিনের বিরুদ্ধে ভারতীয় জমিতে দখলদারির চেষ্টা করার অভিযোগ ওঠে ৷ সেই সময়ই পূর্ব লাদাখের গালওয়ান উপত্য়কায় ভারত ও চিনের সেনার মধ্যে সঙ্ঘর্ষ হয় ৷ সেই ঘটনায় ভারতের বেশ কয়েকজন জওয়ান শহিদ হন ৷

আরও পড়ুন :Aarohi Pandit : জাহাঙ্গির টাটার স্বপ্নের উড়ানে এবার আরোহী, ইতিহাস লেখার পথে ভারতের মেয়ে

এবার এই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হল ভারতীয় সেনাও উপযুক্ত জবাব দিতে পারবে ৷ তবে এই অস্ত্র যে শুধু সেনার জন্য ব্যবহার করা যাবে ৷ বাইরের কেউ এই অস্ত্র কিনতে পারবে না বলে জানিয়েছে ওই সংস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details