নয়াদিল্লি, 31 অগস্ট: নাবালিকাকে ডিজিটাল রেপের ঘটনায় যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করল জেলা আদালত ৷ দোষী প্রৌঢ়কে গৌতম বুদ্ধ নগর জেলা আদালত এই দণ্ডাদেশ দেয় ৷ এছাড়াও তাকে 50 হাজার টাকা জরিমানা করেছে আদালত ৷ অতিরিক্ত জেলা বিচারক অনিল কুমার সিংহ 8 সাক্ষী-সহ নানা তথ্যপ্রমাণ এবং দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন (Noida court sentences elderly man to life imprisonment in digital rape case) ৷
ডিজিটাল ধর্ষণের অর্থ কিন্তু ইন্টারেন্টের মাধ্যমে যৌন উৎপীড়ন নয় ৷ ডিজিটাল শব্দের উৎস 'ডিজিটস' ৷ নির্ভয়া কাণ্ডের পর দেশের আইনকানুনে অনেক পরিবর্তন হয়েছে ৷ এরপরই 'ডিজিটাল রেপ'-এর মতো বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছে ৷