নয়ডা, 8 অগস্ট: এবার নয়ডাতেও প্রয়োগ হল বুলডোজার নীতি (Bulldozer Action in Noida) ! পলাতক 'বিজেপি নেতা' শ্রীকান্ত ত্যাগির (Shrikant Tyagiy) নয়ডার বাসভবনের বাইরের অংশের 'বেআইনি নির্মাণ' (Illegal Structure) সরকারি আধিকারিকদের উপস্থিতিতে ভেঙে দেওয়া হল ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নয়ডার 93বি সেক্টরের 'গ্র্যান্ড ওম্য়াক্সে সোসাইটি' (Grand Omaxe Society)-এর একতলায় একটি অ্যাপার্টমেন্ট রয়েছে শ্রীকান্তের ৷ সেই বাসভবনের বাইরের অংশেই বেআইনি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ৷ এদিন সেই বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় ৷
সম্প্রতি, এক মহিলাকে হেনস্থা করার অভিযোগ ওঠে শ্রীকান্তের বিরুদ্ধে ৷ সোসাইটির বাসিন্দাদের দাবি, সকলের যাতায়াতের রাস্তায় গাছ পোঁতার চেষ্টা করছিলেন তিনি ৷ সেই সময়েই প্রতিবেশী এক মহিলা তাঁকে বাধা দেন ৷ অভিযোগ, এরপর ওই মহিলাকে হেনস্থা করেন শ্রীকান্ত ৷ তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন বিজেপি নেতা ৷ প্রসঙ্গত, শ্রীকান্ত যে একজন বিজেপি নেতা, তা তিনি নিজেই দাবি করেছিলেন ৷ তাঁর বিরুদ্ধে প্রতিবেশী মহিলাকে হেনস্থা করার অভিযোগ ওঠার পরই পালিয়ে যান তিনি ৷ আপাতত কোনও খোঁজ নেই তাঁর ৷