নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর:বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে পাকিস্তান হল বিশ্বের একদম শেষের দেশ ৷ কেউ তাদের মন্তব্যকে গুরুত্ব সহকারেও নেয় না ৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রীতিমতো পাকিস্তানকে একহাত নিল ভারতের বিদেশ মন্ত্রক ৷ প্রধানত ভারত ও কানাডার মধ্যে চলমান কূটনৈতিক দোলাচলের মধ্যেই এমন মন্তব্য বিদেশ মন্ত্রকের তরফে ৷
এদিন সন্ত্রাসবাদকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানের অভিযোগের জবাব দিতে গিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী কড়া ভাষায় পাকিস্তানের উদ্দেশে আক্রমণ শানিয়েছেন ৷ ভারত-কানাডার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের মাঝেই পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মন্তব্যের প্রতিক্রিয়াও এদিন দিয়েছেন অরিন্দম বাগচী ৷
বুধবার পাকিস্তানের তরফে জানানো হয়েছিল, ভারতের দেশের বাইরের হত্যাকাণ্ডের নেটওয়ার্কও এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে । একই সঙ্গে, তাদের অভিযোগ, পাকিস্তান ভারতের গুপ্তচর সংস্থা 'র'-এর দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ৷ হত্যা এবং গুপ্তচরবৃত্তির একটি টার্গেট হয়ে গিয়েছে বলেও জানায় তারা । গত বছরের ডিসেম্বরে, পাকিস্তান একটি বিস্তৃত ডসিয়ার প্রকাশ করেছে যা 2021 সালের জুনে লাহোর হামলায় ভারতের জড়িত থাকার সুনির্দিষ্ট এবং অকাট্য প্রমাণ দিয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক ৷
পাকিস্তানের দাবি, "সেই হামলাটি ভারতীয় গুপ্তচর সংস্থার দ্বারা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল । 2016 সালে একজন উচ্চপদস্থ ভারতীয় সেনা অফিসার কমান্ডার কুলভূষণ যাদব, পাকিস্তানে সন্ত্রাস ও নাশকতা পরিচালনা, আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর জড়িত থাকার কথাও স্বীকার করেছেন । কানাডিয়ান নাগরিকের উপর ভারতের হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নীতির সুস্পষ্ট লঙ্ঘন । এটি একটি বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন কাজ যা, বিশ্বস্ততা বা নির্ভরযোগ্যতার ক্ষেত্রে ভারতের ভূমিকাকে বিশ্বের সামনে প্রশ্নবিদ্ধ করছে ৷"