পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংক্রমণ মোকাবিলার চেয়ে কৃতিত্ব নিতে ব্যস্ত, কেন্দ্রকে আক্রমণ অর্মত্য সেনের - corona

করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ তাঁর মতে, ‘‘সরকারের আচরণ দেখে মনে হয়েছে, তারা কৃতিত্ব নিতে যতটা ব্য়স্ত ছিল, ভারতে করোনার প্রকোপ রুখতে ততটা উদ্য়োগী ছিল না ৷’’ এমনকী, সরকারের এই আচরণকে স্ক্রিৎজোফেনিয়ায় আক্রান্ত রোগীর সঙ্গেও তুলনা করেছেন অমর্ত্য ৷

Nobel Laureate Amartya Sen Blames Centre For Covid Crisis In India
ভারতের করোনা সঙ্কটের জন্য কেন্দ্রকেই দায়ী করলেন অমর্ত্য সেন

By

Published : Jun 5, 2021, 1:42 PM IST

মুম্বই, 5 জুন : করোনা মোকাবিলায় কেন্দ্রের মোদি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ তাঁর মতে, ভারতের ‘‘বিভ্রান্ত’’ সরকার প্রশংসা পেতে যতটা মরিয়া, কাজের কাজ করতে ততটা নয় ৷ আর সেই কারণেই ভারতের কোভিড পরিস্থিতি একটা সময় হাতের বাইরে চলে গিয়েছে ৷ এমনকী, সরকারের এই আচরণকে স্ক্রিৎজোফেনিয়ায় আক্রান্ত রোগীর সঙ্গেও তুলনা করেছেন তিনি ৷

শুক্রবার সন্ধেয় রাষ্ট্র সেবা দল আয়োজিত একটি অনুষ্ঠানে অমর্ত্য বলেন, যেহেতু ভারতের নিজস্ব ওষুধ তৈরি করার পরিকাঠামো আছে এবং এদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট বেশি, তাই মহামারির মোকাবিলা করার ক্ষেত্রে ভারতের পাল্লা যথেষ্ট ভারী ছিল ৷ তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়নি ৷ আর তার জন্য দায়ী সরকার ৷

প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ ভারতকে কার্যত নাকানিচোবানি খাইয়ে ছেড়েছে ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়ে চার লাখের গণ্ডি ৷ দৈনিক মৃত্য়ুর হারেও তৈরি হয়েছে নিত্যনতুন রেকর্ড ৷ একটা সময় এক-একদিনে সাড়ে চার হাজারেরও বেশি ভারতীয় প্রাণ খুইয়েছেন করোনায় আক্রান্ত হয়ে ৷ বিশিষ্টদের একটা বড় অংশের মতে, করোনার প্রথম ঢেউয়ের পর কেন্দ্রীয় সরকারের চরম আত্মতুষ্টিই এর প্রধান কারণ ৷ কার্যত সেই একই সুর শোনা গেল নোবেলজয়ীর গলাতেও ৷

আরও পড়ুন :করোনা ভাইরাসের উৎস কোথায় ? তদন্ত করতে পারে ভারত

অমর্ত্য মনে করেন, ভারত তার শক্তি মাফিক করোনার মোকাবিলা করতে পারেনি ৷ কারণ, বিভ্রান্ত সরকার সঙ্কটের সময় সঠিক পদক্ষেপ করতে পারেনি ৷ তাঁর কথায়, ‘‘সরকারের আচরণ দেখে মনে হয়েছে, তারা কৃতিত্ব নিতে যতটা ব্য়স্ত ছিল, ভারতে করোনার প্রকোপ রুখতে ততটা উদ্য়োগী ছিল না ৷’’

ABOUT THE AUTHOR

...view details