নয়াদিল্লি, 25 এপ্রিল : আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ ৷ লাগামছাড়াভাবে বাড়ছে সংক্রমণ ৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে সার্বিক টিকাকরণের দিকে হাটতে শুরু করেছে দেশ ৷ আঠারো বছরের উপরে সবাই করোনার টিকা নিতে পারবেন আগামী মাস থেকে ৷ তবে যাঁদের বয়স 18 বছর থেকে 44 বছরের মধ্যে, তাঁদের অবশ্যই টিকা নিতে যাওয়ার আগে থেকে অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে ৷ কেন্দ্রের তরফে আজ এমনটাই জানানো হয়েছে ৷ টিকাকরণ কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করার সুবিধা এই মুহূর্তে থাকছে না 18 থেকে 44 বছর বয়সিদের ক্ষেত্রে ৷
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ আজ রাজ্যগুলির স্বাস্থ্যসচিবদের একটি চিঠি পাঠিয়েছেন ৷ তাতে তৃতীয় দফার টিকাকরণের ক্ষেত্রে কী কী নিয়ম করা হচ্ছে তা বলা হয়েছে ৷ এপ্রিলের 28 তারিখ থেকে আরোগ্য সেতু অ্যাপে এবং কো-উইন অ্যাপে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন 18 থেকে 44 বছরের টিকা নিতে ইচ্ছুক ব্যক্তিরা ৷