বারামতি, 25 অগস্ট: মহারাষ্ট্র তথা জাতীয় রাজনীতিতে নয়া জল্পনার উপাদান যোগ করলেন শরদ পাওয়ার ৷ বর্ষীয়ান এই মারাঠা রাজনীতিক দাবি করেছেন, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-তে কোনও বিভাজন নেই ৷ নাম না করে তিনি ভাইপো অজিত পাওয়ারের প্রসঙ্গ টেনেছেন ৷ অজিতদের বিজেপির সঙ্গে হাত মেলানোর ঘটনাকে তিনি ‘দলের একাংশের ভিন্ন অবস্থান’ বলে ব্যাখ্যা করেছেন ৷
সংবাদসংস্থা এএনআই-কে এনসিপি-র প্রতিষ্ঠাতা শরদ পাওয়ার বলেন, "এতে কোনও দ্বন্দ্ব নেই যে তিনি (অজিত পাওয়ার) আমাদের নেতা, এনসিপিতে কোনও বিভাজন নেই । কীভাবে একটি দলে বিভাজন ঘটে ? এটি তখনই হয়, যখন দলের একটি বড় অংশ জাতীয়স্তরে দল থেকে আলাদা হয়ে যায় । কিন্তু এখন এনসিপি-তে কোনও বিভাজন নেই ৷”
প্রসঙ্গত, 1999 সালে কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর পিএ সাংমা ও তারিক আনোয়ারের সঙ্গে এনসিপি প্রতিষ্ঠা করেছিলেন শরদ পাওয়ার ৷ প্রথম দিন থেকেই তিনি দলের সভাপতি ৷ মাস দুয়েক আগে তাঁর ভাইপো অজিত পাওয়ার এবং তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রফুল প্যাটেল দলের একটা অংশকে নিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান ৷ শিবসেনা-বিজেপি সরকারে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অজিত পাওয়ার ৷
আরও পড়ুন:এনসিপি নাম-প্রতীক বিতর্ক, শরদ-অজিতকে আরও সময় দিল নির্বাচন কমিশন
তার পর অজিত-প্রফুলদের বিরুদ্ধে এনসিপি-র পাওয়ার ঘনিষ্ঠরা অনেক বিষোদগার করেছেন ৷ কিন্তু শরদ পাওয়ারকে কখনও অজিত বা প্রফুলের বিরুদ্ধে কোনও কথা বলতে দেখা যায়নি ৷ উল্টে দু’একবার বৈঠকও হয়েছে তাঁদের মধ্যে ৷ গত 1 অগস্ট পুনেতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শরদ পাওয়ারের সঙ্গে একই মঞ্চে ছিলেন অজিত ৷