নয়াদিল্লি, 21 জুন: এবার 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে চলতি বিতর্ক ও বিক্ষোভ প্রসঙ্গে মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ৷ মঙ্গলবার সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অজিত দোভাল জানিয়েছেন, অনেক আলোচনার পর সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এর থেকে পিছু হঠার প্রশ্নই ওঠে না ৷
অজিত দোভাল এদিন বলেন, "অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না ৷ এই ধরনের সিদ্ধান্ত রাতারাতি নেওয়া হয়নি ৷ বিষয়টি নিয়ে দীর্ঘদিন বিতর্ক ও আলোচনা হয়েছে ৷" তাঁর কথায়, "সেনার পুনর্গঠন ও সংস্কার, লোকবল বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনার জন্য 1970 সালেই কমিটি গঠন করা হয়েছিল ৷" সরকারের লক্ষ্য যে সেনার গড় বয়স কমিয়ে আনা ও সংস্কার করা এদিন তাও মনে করিয়ে দেন দোভাল ৷
আরও পড়ুন :রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা
এদিন 'অগ্নিপথ' বিক্ষোভ প্রসঙ্গেও নিজের মত জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৷ তিনি বলেন, "এক ধরনের বিরোধী আছেন যারা দেশের নিরাপত্তার বিষয়ে ভাবে না ৷ তারা সংঘর্ষ প্রিয় ৷ তারা সমাজে সংঘাত চায় ৷ এমন প্রতিবাদীরা পাথর ছোড়ে, অবরোধ করে, ট্রেনে আগুন দেয় ৷ তাদেক উদ্দেশ্যই খারাপ ৷ সুযোগ পেলেই তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন ৷"
তিনি আরও বলেন, "সত্যিই যাঁরা অগ্নিবীর তাঁরা এই ভুল তথ্যের দ্বারা প্রভাবিত হবেন না ৷ তাঁরা প্রতিবাদ না করে নিজেদের ভবিষ্যতের জন্য তৈরি করবেন ৷ যারা এইসব বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সেনায় যোগ দেওয়ার ইচ্ছা আছে বলে মনে হয় না ৷" বড় কোনও পরিবর্তন হলে কিছু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়, কিন্তু সঠিক তথ্য পাওয়ার পর সেই চিন্তা আর থাকে না বলেও তিনি মন্তব্য করেছেন ৷