নয়াদিল্লি, 17 জানুয়ারি:কোভিড টিকা গ্রহণ বাধ্যতামূলক নয় (Covid vaccine is not mandatory) ৷ কোনও ব্যক্তির বিনা সম্মতিতে তাঁকে জোর করে টিকা দেওয়ার (Centre tells no force on Vaccination) কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় বলা হয়নি ৷ সুপ্রিম কোর্টে (No forcible vaccination, Centre tells Supreme Court) হলফনামা দিয়ে একথা জানাল কেন্দ্রীয় সরকার ৷
স্বেচ্ছাসেবী সংস্থা ইভারা ফাউন্ডেশনের দায়ের করা একটি জনস্বার্থ মামলায় বিশেষ ভাবে সক্ষমদের (COVID-19 vaccination for persons with disabilities) ঝুঁকির প্রবণতার কথা তুলে ধরা হয়েছিল ৷ সেই মামলার শুনানিতে কেন্দ্র হলফনামা দিয়ে জানায়, "সরকার কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর জারি করেনি, যেখানে বলা হয়েছে যে বিশেষ ভাবে সক্ষমদের কোনও প্রয়োজনে তাঁদের কোভিড শংসাপত্র অবশ্যই দেখাতে হবে ৷"
যদিও সেখানে আরও বলা হয়েছে, বিশেষ ভাবে সক্ষম-সহ অন্যান্য যোগ্য ব্যক্তিদের টিকাকরণ (Plea by NGO Evara Foundation seeking door-to-door) সুনিশ্চিত করতে 'নিয়ার টু হোম ভ্যাকসিন সেন্টার' (Near-to-Home Vaccine Centres) ও 'হর ঘর দস্তক অভিযান' (Har Ghar Dastak Abhiyan policy) ব্যবস্থা নেওয়া হয়েছে ৷