তেলেঙ্গানা, 11 মে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সহ কেউই ধারণা করতে পারেনি কোভিডয়ের দ্বিতীয় ঢেউ এইভাবে দেশকে প্রভাবিত করবে ৷ সোমবার তেলেঙ্গানার যাদাদ্রি ভুবনগিরির বিবিনগরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে করোনা চিকিৎসার পরিদর্শনে গিয়ে একথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিশান রেড্ডি ৷ তাঁর দাবি, এই দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ থেকে দেশ খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে ৷
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেড্ডি বলেন, "দেশে কোভিড-19 ছড়িয়ে পড়াকে আটকাতে সরকার প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিচ্ছে ৷ জনগণের সহযোগিতায় ভারত করোনার প্রথম ঢেউ থেকে বেরিয়ে আসতে পেরেছে, দ্বিতীয় ঢেউ থেকেও খুব শীঘ্রই বেরিয়ে আসবে ৷ হু সহ কেউই ভবিষ্যদ্বাণী করতে পারেনি যে কোভিডয়ের দ্বিতীয় ঢেউ এইভাবে দেশকে প্রভাবিত করবে ৷ "
তিনি জানিয়েছেন, করোনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেনের যোগান ঠিক রাখতে ওষুধ প্রস্তুককারক সংস্থাগুলি দিনরাত (24x7) কাজ করে চলেছে ৷