পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পাঁচ জনের বেশি নয় কোথাও, না হলে কড়া ব্যবস্থা উত্তরপ্রদেশে - ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (এনএসএ)

উত্তরপ্রদেশে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ দেশজুড়ে প্যানডেমিক চলাকালীন উত্তরাখণ্ডে কুম্ভ স্নানের ছবি দেখে আঁতকে উঠতে হয়, তার পাশের রাজ্যেই বিশাল পঞ্চায়েত নির্বাচন নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র দফতর ৷

উত্তরপ্রদেশে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন
উত্তরপ্রদেশে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন

By

Published : Apr 16, 2021, 9:39 PM IST

লখনউ, 16 এপ্রিল : আগামিকাল পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোট ৷ ভোট-উৎসবে নেতাদের জনসভায় অংশগ্রহণ করতে গিয়ে করোনাবিধি না মানাটাই স্বাভাবিক পরিস্থিতি হয়ে গিয়েছে ৷ এদিকে দেশজুড়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷

এমন সময়ে গতকাল থেকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ 8 লক্ষ গ্রামীণ প্রতিনিধি নির্বাচন হবে চার দফার পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে ৷ যোগী-রাজ্যে 11,442 জন প্রার্থী, 779 টি জেলা পঞ্চায়েত ওয়ার্ডে ৷ 81,717 জন প্রার্থী 19313 টি ক্ষেত্র পঞ্চায়েতের ওয়ার্ডে ৷ একই সঙ্গে 1,14,113 প্রার্থীরা লড়ছেন 14,789 টি গ্রাম পঞ্চায়েতে চেয়ারম্যান পদ পাওয়ার লক্ষ্যে ৷ তাই বোঝাই যাচ্ছে, পঞ্চায়েত স্তরের হলেও সংখ্যার ভিত্তিতে বিশাল এই নির্বাচন ৷

আরও পড়ুন: প্রতি রবিবার লকডাউন উত্তরপ্রদেশে, মাস্ক না পরলে 10 হাজার টাকা জরিমানা

কোভিড বিধি মেনে ইতিমধ্যেই মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার, শারীরিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে ৷ এ ছাড়াও আজ উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের আমলা আওয়ানিশ কে আওয়াস্থি ঘোষণা করেছেন পঞ্চায়েত কেন্দ্রের কোথাও এক জায়গায় পাঁচজনের বেশি মানুষ জটলা করলে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (এনএসএ) অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে ৷

পঞ্চায়েত নির্বাচনে এই ব্যবস্থা হাতেনাতে কার্যকরী করতে পারলে তা বাকি রাজ্যের জন্য একটা নজির হবে ৷

ABOUT THE AUTHOR

...view details