লখনউ, 16 এপ্রিল : আগামিকাল পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোট ৷ ভোট-উৎসবে নেতাদের জনসভায় অংশগ্রহণ করতে গিয়ে করোনাবিধি না মানাটাই স্বাভাবিক পরিস্থিতি হয়ে গিয়েছে ৷ এদিকে দেশজুড়ে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী ৷
এমন সময়ে গতকাল থেকে উত্তরপ্রদেশে শুরু হয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ 8 লক্ষ গ্রামীণ প্রতিনিধি নির্বাচন হবে চার দফার পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে ৷ যোগী-রাজ্যে 11,442 জন প্রার্থী, 779 টি জেলা পঞ্চায়েত ওয়ার্ডে ৷ 81,717 জন প্রার্থী 19313 টি ক্ষেত্র পঞ্চায়েতের ওয়ার্ডে ৷ একই সঙ্গে 1,14,113 প্রার্থীরা লড়ছেন 14,789 টি গ্রাম পঞ্চায়েতে চেয়ারম্যান পদ পাওয়ার লক্ষ্যে ৷ তাই বোঝাই যাচ্ছে, পঞ্চায়েত স্তরের হলেও সংখ্যার ভিত্তিতে বিশাল এই নির্বাচন ৷