পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bareilly Dress Code: বরেলিতে সরকারি কর্মচারীদের জিনস ও টি-শার্ট পরায় নিষেধাজ্ঞা

উত্তরপ্রদেশের বরেলির (Uttar Pradesh Bareilly) জেলাশাসকের দফতরে চালু হল পোশাক বিধি (Dress Code) ৷ জিনস (Jeans) ও টি-শার্ট (T-shirts) পরে অফিসে আসায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ না মানলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷

No more Jeans and T shirts for employees in Bareilly Uttar Pradesh
Bareilly Dress Code: বরেলিতে সরকারি কর্মচারীদের জিনস ও টি-শার্টে পরায় নিষেধাজ্ঞা

By

Published : Sep 7, 2022, 2:09 PM IST

Updated : Sep 7, 2022, 3:06 PM IST

বরেলি (উত্তরপ্রদেশ), 7 সেপ্টেম্বর : পোশাক বিধি (Dress Code) চালু হল উত্তরপ্রদেশের বরেলির (Uttar Pradesh Bareilly) জেলাশাসকের দফতরে ৷ কর্মচারীদের জিনস (Jeans) ও টি-শার্ট (T-shirts) পরিধানে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ফরম্যাল পোশাক (Formal Attire) পরেই অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে জানানো হয়েছে যে এই নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷

বরেলির জেলাশাসক শ্রীকান্ত দ্বিবেদী জানিয়েছেন, সরকারি কর্মচারীদের ফরম্যাল পোশাকই পরতে হবে ৷ বাইরে তারা জিনস ও টি-শার্টের মতো ক্যাজুয়্যালস (Casuals) পরতেই পারে ৷ কিন্তু অফিসে এই ধরনের পোশাকের অনুমতি দেওয়া হবে না ৷

বরেলির জেলাশাসকের দফতরের প্রশাসনিক আধিকারিক শিবেশকুমার গুপ্তা জানান, এই ধরনের নির্দেশ নতুন কিছু নয় ৷ আগে থেকেই পোশাক নিয়ে কড়াবিধি চালু রয়েছে ৷ আর এই নির্দেশ কারও উপর চাপানো হয়নি ৷ সকলেই বিষয়টি মেনে নিয়েছেন ৷ ওই দফতরের এক কর্মচারী রাহুল গঙ্গোয়ার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন ৷ তাঁর কথায়, ফরম্যাল পোশাক ছাড়া অন্য ধরনের পোশাক পরে অফিসে কর্মচারী, তা ঠিক নয় ৷

এর আগে উত্তরাখণ্ড সরকারও (Uttarakhand Government) পোশাক নিয়ে একই ধরনের এক নির্দেশ জারি করেছিল ৷ সরকারি কার্যালয়ে জিনস ও টি-শার্ট পরিধানে নিষেধাজ্ঞা জারি করা হয় ৷ একই নির্দেশ গত বছর জারি করেছিল মহারাষ্ট্র সরকার (Maharashtra Government) ৷ এমনকী, 2021 সালে সিবিআই (CBI)-ও আধিকারিকদের জন্য ফরম্যাল পোশাক বিধি জারি করেছিল ৷

আরও পড়ুন :1 জানুয়ারি 2023 পর্যন্ত দিল্লিতে সম্পূর্ণ নিষিদ্ধ আতশবাজি

Last Updated : Sep 7, 2022, 3:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details