গুন্টুর, 16 মে : রাজ্য সরকারের ভাঁড়ে ভবানি! গ্রাম পঞ্চায়েতের তহবিল অর্থ শূন্য ৷ অ্যাকাউন্টে টাকা না-থাকার কারণে জনগণের সেবা করতে পারেননি । এমনটাই অভযোগ করলেন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ভাট্টিচেরুকুরুর পঞ্চায়েত প্রধান আরামল্লা বিজয় কুমার ৷ তবে হাতে-হাত ধরে বসে না-থেকে পঞ্চায়েতের তহবিল ভরাতে পথে ফল বেচতে বসে পড়লেন প্রধান ৷ পঞ্চায়েত অফিসে না-গিয়ে ফল বিক্রি করতে দেখা গেল তাঁকে (Panchayat Pradhan selling fruits) ৷
তিনি জানান, নির্বাচনে গ্রামবাসীরা তাঁর ওপর আস্থা রেখে ভোট দিয়েছেন ৷ তাঁদের সমস্যা সমাধানের জন্য তিনি 6 লাখ টাকা ঋণ নিয়ে বিভিন্ন কাজ করেছেন ৷ কিন্তু সেই বিল এখনও পাশ না-হওয়ায় চরম সমস্যায় রয়েছেন ।
আরও পড়ুন :Malda 100 Days Scam : 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
তিনি আরও জানান, গ্রামের সবুজ স্বেচ্ছাসেবকদের (green ambassadors) 9 মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না ৷ তাঁদের প্রয়োজনের জন্য নিজের পকেট থেকে অর্থ সাহায্য় করা হচ্ছে । রাজ্যের উচিত গ্রাম পঞ্চায়েতগুলিতে টাকা দেওয়া । এমতাবস্থায় গ্রীষ্মকাল হওয়ায় তিনি নারকেল ও ফল বিক্রি করছেন ।
প্রধান বিজয় কুমার বলেন, "আমাদের গ্রামের এটি একটি প্রধান পঞ্চায়েত ৷ কিন্তু এখানে 3 ঘন্টা বিদ্যুৎ নেই । রাতের বেলায় হিমশিম খেতে হচ্ছে ছোট ছোট শিশু ও বৃদ্ধদের । গ্রাম পঞ্চায়েতে টাকা না-থাকলে আমরা কীভাবে স্যানিটাইজ করব এবং মশা নিরোধক স্প্রে করব ৷ কীভাবে এখানে পাইপলাইন লিক বন্ধ করব ৷"