নয়াদিল্লি, 5 অক্টোবর: রাশিয়া ও ইউক্রেনের মধ্য়ে যুদ্ধে পরমাণু অস্ত্রের বিপদ পরিবেশের জন্য বিপর্যয়ের পরিণতি এনে দিতে পারে (PM Modi to Zelenskyy)৷ টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi tells Ukraine President )৷
ইউক্রেনের জাপোরিঝঝা পরমাণু শক্তি কেন্দ্রের (ZNPP) খুব কাছে হওয়া একটি ল্যান্ডমাইন বিস্ফোরণের পর এই নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ৷ যত দ্রুত সম্ভব ZNPP-র আশপাশে পরমাণু সুরক্ষা ও নিরাপত্তা জোন তৈরির বিষয়ে সম্মতি এবং তা বাস্তবায়নের জন্য আলোচনা ও অন্যান্য প্রচেষ্ট চালাচ্ছে আইএইএ ৷
টেলিফোনে এ দিন ইউক্রেনের প্রেসিডেন্টকে মোদি বারবার এটাই বোঝাতে চেয়েছেন যে, এই দ্বন্দ্ব সামরিক ভাবে মিটবে না ৷ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে ভারত সবরকম ভাবে প্রস্তুত আছে বলেও আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ কূটনীতির পথ ধরে অস্থিরতা বন্ধ করার জন্য আবারও ডাক দিয়েছেন তিনি ৷ রাষ্ট্রসংঘের চার্টার, আন্তর্জাতিক আইন এবং প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্ব মেনে চলার গুরুত্ব মনে করিয়ে দিয়েছেন তিনি ৷