পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড বাড়লেও দিল্লিতে লকডাউন নয়, শিগগিরই নয়া কড়াকড়ির পথে কেজরি

দিল্লিতে আপাতত লকডাউনের কোনও প্রশ্নই নেই ৷ তবে খুব শিগগিরই আরও নয়া কড়াকড়ি আনা হবে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ কথা জানিয়েছেন ৷

No Lockdown In Delhi, New Restrictions To Be Implemented Soon, says Arvind Kejriwal
কোভিড বাড়লেও দিল্লিতে লকডাউন নয়, শিগগিরই নয়া কড়াকড়ির পথে কেজরি

By

Published : Apr 10, 2021, 4:25 PM IST

নয়াদিল্লি, 10 এপ্রিল: কোভিড পরিস্থিতি ক্রমেই উদ্বেগ বাড়ালেও আপাতত লকডাউন হচ্ছে না দিল্লিতে ৷ এ কথা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তবে শিগগিরই নয়া কিছু কড়াকড়ি আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি রাজধানীতেও কোভিড টিকার মজুত শেষ হয়ে আসছে বলে জানিয়েছেন কেজরিওয়াল ৷

শনিবার লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হাসপাতালের বাইরে কেজরিওয়াল বলেন, "আমাদের কাছে যদি যথেষ্ট টিকার ডোজ় থাকে, টিকার বয়সসীমা যদি সরিয়ে দেওয়া হয় এবং আরও বেশি যদি টিকাকেন্দ্র খোলার অনুমতি মেলে, তাহলে আগামী 2-3 মাসের মধ্যে দিল্লিতে সবার টিকাকরণ হয়ে যাবে ৷ বর্তমানে আমাদের কাছে 7-10দিনের টিকা রয়েছে ৷ কোনও লকডাউন হচ্ছে না ৷ তবে শিগগিরই কড়া নিয়মনিধি চালু হবে ৷"

কিছুদিন ধরেই রাজধানীর কোভিড পরিস্থিতি পর্যালোচনা করছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷ তিনি এ দিন আরও বলেন, "আজ এলএনজেপি হাসপাতালে রিভিউ মিটিং করলাম ৷ গত বছর নভেম্বরে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল, দিল্লির সব হাসপাতালে এখন সেটাই নেওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন:‘চক্রান্তকারী’ অমিত শাহ-এর পদত্যাগ চাইলেন মমতা

গত 24 ঘণ্টায় দিল্লিতে আরও 8,521 জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 39 জনের ৷

ABOUT THE AUTHOR

...view details