নিউ দিল্লি, 11 মে : 5জি মোবাইল টাওয়ারের পরীক্ষা-নিরীক্ষাই নাকি দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আসল কারণ ৷ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এই ধরনের খবরগুলি সম্পূর্ণ ভুল, জানিয়েছে দেশের কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক ৷
একটি সরকারি বিবৃতিতে এই দফতর জানিয়েছে, 5জি মোবাইল টাওয়ারের পরীক্ষা-নিরীক্ষার চালানোর ফলেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এসেছে, এই দাবি নিয়ে বহু ভুল বার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে ৷ এগুলো সম্পূর্ণ মিথ্যা আর পুরোপুরি ভুল ৷ এই খবরগুলি নজরে পড়েছে যোগাযোগ মন্ত্রকের টেলিকমিউনিকেশন দফতর (ডিওটি)-এর ৷ সাধারণ মানুষকে এই ধরনের ভুল তথ্য আর গুজব না ছড়াতে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক ৷