নয়াদিল্লি, 4 এপ্রিল : করোনার টিকাকরণে অগ্রাধিকার পাওয়ার বিষয়ে নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম আর নথিভুক্ত করা হবে না ৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ তাদের তরফে জানানো হয়েছে, টিকাকরণের প্রথম ধাপেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত প্রথম সারির কোভিড যোদ্ধাদের টিকা দেওয়া হয়েছে ৷ এখন সেই পরিসরে আনা হয়েছে 45 বছরের বেশি বয়সিদেরও ৷ 45 বছরের বেশি বয়সি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদের সকলকেই টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রক ৷ সেই অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপও করা হয়েছে ৷ কিন্তু দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মী এবং 45 বছরের বেশি বয়সিদের একাংশ অগ্রাধিকারের সুযোগ নিয়ে এমন কিছু মানুষের টিকাকরণের ব্যবস্থা করেছেন, যাঁরা আদৌ এই অগ্রাধিকার পাওয়ার যোগ্য নন ৷ এতে সরকারি নিয়ম লঙ্ঘনেরও অভিযোগ উঠছে ৷ বিষয়টি সামনে আসার পরই টিকাকরণের জন্য নতুন করে স্বাস্থ্যকর্মীদের নাম নথিভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, যে স্বাস্থ্যকর্মী ও 45 বছরের বেশি বয়সিরা ইতিমধ্যেই করোনার টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করিয়েছেন, তাঁদের যত দ্রুত সম্ভব টিকা দেওয়া হবে ৷ এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ পাশাপাশি, 45 বছরের বেশি বয়সি, যাঁদের কোমর্বিডিটি রয়েছে, টিকাকরণের জন্য তাঁদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়াও চলবে ৷ নাম নথিভুক্ত করা হবে সরকারি কোউইন ওয়েবসাইটের মাধ্যমেই ৷