পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RBI Guidelines: গ্রাহকদের 2000 টাকা জমা দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম আনল আরবিআই - RBI

2000 টাকার নোট বাতিলের পর নয়া নিয়ম সামনে আনল আরবিআই । রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে নতুন নিয়মের কথা জানানো হয়েছে গ্রাহকদের উদ্দেশ্য।

Etv Bharat
Etv Bharat

By

Published : May 21, 2023, 3:55 PM IST

Updated : May 21, 2023, 4:58 PM IST

নয়াদিল্লি, 21 মে: বাতিল হওয়া 2000 টাকার নোট ব্যাংকে পরিবর্তন করতে গেলে লাগবে না কোনও ফর্ম বা রিকুইজিশন স্লিপ । রবিবার এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । 20 হাজার টাকা পর্যন্ত নোট বদলির ক্ষেত্রেই জারি হয়েছে এই নির্দেশিকা । শুক্রবারই বাজার থেকে দু'হাজার টাকার নোট প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক । রবিবার সামনে এসেছে নতুন নির্দেশিকা ।

8 নভেম্বর, 2016 রাতে আচমকা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বড় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । পুরনো 500 ও 1000 টাকার নোট রাতারাতি বাতিল করায় বিপাকে পড়তে হয়েছিল দেশবাসীকে । তার পরিবর্তে বাজারে আসে নতুন 2000 টাকার গোলাপি নোট । কিন্তু আবারও নোট বাতিল । 19 মে, 2023- নতুন এই গোলাপি নোটও বাতিল করে দেয় ভারতীয় রিজার্ভ ব্যাংক। আরবিআই-এর নির্দেশিকায় বলা হয়েছিল, দেশের সমস্য় ব্যাংকে 30 সেপ্টেম্বর পর্যন্ত 2000 টাকার নোট জমা অথবা বিনিময়ের সুবিধা পাবেন আমজনতা । আগামী 1 অক্টোবর থেকে আর 2 হাজার টাকার নোট বাজারে চলবে না।

ভারতীয় স্টেট ব্যাংকের চিফ জেনারেল ম্যানেজার জানিয়েছেন, নোট বিনিময়ের ক্ষেত্রে 20 হাজার টাকা পর্যন্ত একজন ব্যক্তি ব্যাংকে জমা দিতে পারেন। সেক্ষেত্রে কোনও রকম স্লিপ বা ফর্ম ভরতে হবে না সংশ্লিষ্ট ব্যক্তিকে । তবে নিজের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অঙ্ক বেঁধে দেয়নি আরবিআই । তবে অবশ্যই গ্রাহকের কেওয়াইসি ঠিক থাকতে হবে ও ব্য়াংকের নিয়ম এবং অন্যান্য প্রযোজ্য সংবিধিবদ্ধ প্রয়োজনীয়তাগুলির মেনে চলতে হবে ।পাশাপাশি তিনি জানিয়েছেন, টাকা বদলের ক্ষেত্রেও লাগবে না কোনও পরিচয় পত্রের প্রমাণ।

মূলত, এই বিষয়ে স্থানীয় প্রধান কার্যালয়গুলিকে জনসাধারণের সুবিধার জন্য সমস্তরকম ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে । যাতে কোনওরকম অসুবিধা ছাড়াই মসৃণ এবং নির্বিঘ্নে কাজ পরিচালন হতে পারে । সূত্রের খবর, একজন গ্রাহক একবারের অধিক সময় লাইনে দাঁড়িয়ে দুহাজার নোট বদল করতে পারেন ।

ইতিমধ্যেই অনেক গ্রাহক ভিড় জমিয়েছেন ব্যাংকে নোট বাতিলের জন্য । তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছ । কারণ নোট বদলের সুযোগ পাওয়া শুরু হবে আগামী 23 মে থেকে। জানা গিয়েছে, অনেক গ্রাহক আবার মেশিনের মাধ্যমেও অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন । অনেকে আবার গয়না কিনেও দুহাজার টাকার নোট ব্যবহার করে নিতে চাইছেন।

আরও পড়ুন: আলমারি থেকে 2 কোটির বেশি নগদ ও সোনা উদ্ধার

কনফেডেরেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তরফ থেকে বলা হয়েছে, 2 হাজার টাকার নোট বাতিলে যাঁরা ছোট ব্যবসায়ী আছেন তাঁরা সেই রকম সমস্যার সম্মুখীন হবেন না । তবে যাঁরা অধিকমাত্রায় টাকা নিজের কাছে রেখেছেন, তাঁরা সমস্যায় পড়তে পারেন ।

Last Updated : May 21, 2023, 4:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details