দিল্লি, 14 জানুয়ারি : কোরোনার কারণে এবছরের সাধারণতন্ত্র দিবসে কোনও বিদেশি গণ্য়মান্য় ব্য়ক্তি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না । আজ বৃহস্পতিবার কেন্দ্র সরকারের তরফে সরকারিভাবে একথা জানিয়ে দেওয়া হল । প্রসঙ্গত, ইংল্য়ান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসনের এবছর সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল ।
সাধারণতন্ত্র দিবসে থাকবেন না কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান - কোরোনা
এদিন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, "বিশ্ব কোরোনা মহামারির কারণে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, এবছর কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান প্রধান অতিথি হিসেহে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসবে না।" যদিও ইংল্য়ান্ডে কোরোনার নয়া স্ট্রেন ধরা পড়ায়, গত সপ্তাহেই ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর ভারত সফর বাতিল করেছিলেন বলে জানা গিয়েছিল ।
আরও পড়ুন : সিদ্ধান্ত বদল, ভারত সফর বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন
এদিন কেন্দ্রীয় সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, "বিশ্ব কোরোনা মহামারির কারণে কেন্দ্র সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে, এ বছর কোনও বিদেশি রাষ্ট্রপ্রধান প্রধান অতিথি হিসেহে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে আসবে না।" যদিও ইংল্য়ান্ডে কোরোনার নয়া স্ট্রেন ধরা পড়ায়, গত সপ্তাহেই ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর ভারত সফর বাতিল করেছিলেন বলে জানা গিয়েছিল । তিনি নিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে সে কথা জানিয়েছিলেন। পাশাপাশি, তিনি জানিয়েছিলেন, ভবিষ্য়তে ভারত আমন্ত্রণ জানালে তিনি অতিথি হয়ে তিনি অবশ্য়ই আসবেন ।