আমেদাবাদ, 2 অক্টোবর : ফুসফুসের ক্যানসার ধরা পড়েছিল অলোককুমার বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির ৷ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাবাবদ খরচ হয় 93 হাজার 297 টাকা ৷ কিন্তু ওই টাকা দিতে অস্বীকার করে বিমা সংস্থা ৷
গত 30 সেপ্টেম্বর গুজরাতের আমেদাবাদের ক্রেতা সুরক্ষা আদালত রোগীর পরিবারের হাতে ওই টাকা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে বিমা সংস্থাকে ৷ ওই সংস্থা দাবি করেছিল, যেহেতু অলোককুমার বন্দ্যোপাধ্যায় ধূমপায়ী ছিলেন, তাই তাঁর ফুসফুসের ক্যানসারের চিকিৎসা খরচ তারা দেবে না ৷
আরও পড়ুন :Inflation : 130 টাকায় এক কেজি লবণ, ভারতের এই গ্রামে আকাশ ছুঁয়েছে মূল্যবৃদ্ধি
কিন্তু নির্দেশ দিতে গিয়ে আদালত জানিয়েছে যে ধূমপানের জন্যই যে ওই ব্যক্তি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন, তার কোনও প্রমাণ মেলেনি ৷ আদালতের যুক্তি, ধূমপান করেন না ৷ অথচ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন এমন অনেক ব্যক্তি আছেন ৷
জানা গিয়েছে, ওই ব্যক্তির চিকিৎসা সংক্রান্ত নথিতে এক চিকিৎসক ‘ধূমপানে আসক্তি’ বলে লিখেছিলেন ৷ কিন্তু এর জন্যই যে ফুসফুসের ক্যানসার হয় ওই ব্যক্তির, তার কোনও প্রমাণ নথিতে নেই ৷ তাই শুধু ‘ধূমপানে আসক্তি’ কথাটি লেখার জন্য কারও বিমার টাকা দেওয়ার বিষয়টি খারিজ করা যায় না বলেই মন্তব্য করেছে আদালত ৷