পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মিমিক্রি নিয়ে একটু বেশি সরব মিডিয়া, এবার সংবাদ মাধ্যমকে দুষলেন রাহুল - MPs suspension

Rahul Gandhi on TMC MP Kalyan Banerjee Issue: রাহুল গান্ধি জানান, মিডিয়া সম্পূর্ণভাবে সাংসদের মিমিক্রির ঘটনা দেখানোর উপরেই নজর রেখেছে ৷ অথচ সাসপেন্ড হওয়া সাংসদদের বিষয়ে মিডিয়া চুপ ৷ অন্যদিকে, উপরাষ্ট্রপতি লিখেছেন, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ৷ যেখানে তিনি জানিয়েছেন, তিনি 20 বছর ধরে এই ধরণের অপমান সহ্য করেছেন ৷ কিন্তু সংবিধানের প্রতি একইভাবে শ্রদ্ধার সঙ্গে কাজ করছেন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 6:00 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর:এক ঝাঁক সংসদসদস্যদের বরখাস্তের বিষয়ে কোনও রকম আলোচনা না করার জন্য এবার পালটা সংবাদ মাধ্যমকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বুধবার তিনি জানান, মিডিয়া সম্পূর্ণভাবে সাংসদের মিমিক্রির ঘটনা দেখানোর উপরেই নজর রেখেছে ৷ একই সঙ্গে রাহুলের অভিযোগ, "সাসপেন্ড হওয়া সাংসদদের বিষয়ে মিডিয়া চুপ ৷ মিডিয়া সম্পূর্ণভাবে এক লাইনে চলতে থাকলে কী করা যেতে পারে !"

নয়াদিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে রাহুল গান্ধি আরও বলেন, "এমপিরা সংসদের বাইরে বসে ছিলেন, আমি তাদের ভিডিয়ো শুট করেছি। আমার ভিডিয়ো আমার ফোনে রয়েছে। অথচ মিডিয়া তা দেখাচ্ছে। কেউ কিছুই বলেননি। আমাদের 150 জন সাংসদকে বের করে দেওয়া হয়েছে সংসদ থেকে। কিন্তু মিডিয়াতে সে বিষয়ে কোনও আলোচনা নেই। আদানি নিয়ে কোনও আলোচনা নেই, রাফাল নিয়ে কোনও আলোচনা নেই, বেকারত্ব নিয়ে কোনও আলোচনা নেই।" তিনি যোগ করেছেন, "আমাদের সংসদ সদস্যরা হতাশ এবং বাইরে বসে আছেন। অনুগ্রহ করে তাদের পক্ষও দেখান। আপনি যদি পুরোপুরি এক লাইনে চলে যান তাহলে আমরা কী করতে পারি ৷"

সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় সংসদের 'মকর দ্বারে' অন্যান্য সাংসদদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷ সেই সময়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করতে দেখা যায় কল্য়াণকে ৷ সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ফোনে তৃণমূল সাংসদের সেই ভিডিয়ো তুলতেও দেখা যায়। এরপরই সেই ভিডিয়ো বাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ কমপ্লেক্সে একজন সদস্যের এই আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ফোনে কথাও বলেন ৷

সোশাল মিডিয়া হ্যান্ডেল এক্স-এ উপরাষ্ট্রপতি ধনখড় লিখেছেন, তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ৷ যেখানে তিনি জানিয়েছেন, তিনি 20 বছর ধরে এই ধরণের অপমান পেয়েছিলেন ৷ কিন্তু সংবিধানের প্রতি একইভাবে শ্রদ্ধার সঙ্গে কাজ করছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রধানমন্ত্রী মোদিকে রাজ্যসভার চেয়ারম্যান জানান, কোনও অপমানই তাঁকে তাঁর পথ পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না ৷ তিনি তাঁর মূল্যবোধগুলিকে ধরে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "আমাকে আমার দায়িত্ব পালন করতে এবং আমাদের সংবিধানে বর্ণিত নীতিগুলিকে সমুন্নত রাখতে কোনও বাধা মানা হবে না। আমি আমার হৃদয় থেকে সেই মূল্যবোধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কোনও অপমানই আমাকে আমার পথ পরিবর্তন করতে বাধ্য করবে না ৷"

এদিকে, অনুকরণের সারিতে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বুধবার দাবি করেছেন, এটি সংসদ থেকে 141 জন সাংসদের স্থগিতাদেশ থেকে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার একটি চক্রান্ত। 13 ডিসেম্বর সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দেওয়ার দাবিতে উভয় কক্ষে হট্টগোল ও কার্যধারা ব্যাহত করার জন্য সদস্যদের বরখাস্ত করা হয়েছিল।

(এএনআই)

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details