নয়াদিল্লি, 20 ডিসেম্বর:এক ঝাঁক সংসদসদস্যদের বরখাস্তের বিষয়ে কোনও রকম আলোচনা না করার জন্য এবার পালটা সংবাদ মাধ্যমকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ বুধবার তিনি জানান, মিডিয়া সম্পূর্ণভাবে সাংসদের মিমিক্রির ঘটনা দেখানোর উপরেই নজর রেখেছে ৷ একই সঙ্গে রাহুলের অভিযোগ, "সাসপেন্ড হওয়া সাংসদদের বিষয়ে মিডিয়া চুপ ৷ মিডিয়া সম্পূর্ণভাবে এক লাইনে চলতে থাকলে কী করা যেতে পারে !"
নয়াদিল্লিতে সাংবাদিকদের উদ্দেশে রাহুল গান্ধি আরও বলেন, "এমপিরা সংসদের বাইরে বসে ছিলেন, আমি তাদের ভিডিয়ো শুট করেছি। আমার ভিডিয়ো আমার ফোনে রয়েছে। অথচ মিডিয়া তা দেখাচ্ছে। কেউ কিছুই বলেননি। আমাদের 150 জন সাংসদকে বের করে দেওয়া হয়েছে সংসদ থেকে। কিন্তু মিডিয়াতে সে বিষয়ে কোনও আলোচনা নেই। আদানি নিয়ে কোনও আলোচনা নেই, রাফাল নিয়ে কোনও আলোচনা নেই, বেকারত্ব নিয়ে কোনও আলোচনা নেই।" তিনি যোগ করেছেন, "আমাদের সংসদ সদস্যরা হতাশ এবং বাইরে বসে আছেন। অনুগ্রহ করে তাদের পক্ষও দেখান। আপনি যদি পুরোপুরি এক লাইনে চলে যান তাহলে আমরা কী করতে পারি ৷"
সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় সংসদের 'মকর দ্বারে' অন্যান্য সাংসদদের সঙ্গে প্রতিবাদে সামিল হয়েছিলেন ৷ সেই সময়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নকল করতে দেখা যায় কল্য়াণকে ৷ সেই সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে ফোনে তৃণমূল সাংসদের সেই ভিডিয়ো তুলতেও দেখা যায়। এরপরই সেই ভিডিয়ো বাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে ৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ কমপ্লেক্সে একজন সদস্যের এই আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে ফোনে কথাও বলেন ৷